১৫ আগস্টের আগে কীভাবে করবেন FASTag Annual Pass অ্যাক্টিভ? জেনে নিন সবটা

FASTag Annual Pass

সৌভিক মুখার্জী, কলকাতা: জাতীয় সড়কে যাতায়াতকারী ড্রাইভারদের জন্য বড় সুখবর। কারণ আগামী 15 আগস্ট থেকে শুরু হতে চলেছে FASTag Annual Pass। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া এই বিশেষ প্রিপেইড পাসটি চালু করেছে মূলত গাড়ির মালিকদের জন্যই, যারা নিয়মিত জাতীয় সড়ক বা এক্সপ্রেসওয়েতে যাতায়াত করেন। জানা যাচ্ছে, এখানে একবার 3000 টাকা প্রদান করলেই মিলবে 200টি টোল ক্রসিং-এর সুবিধা অথবা এক বছরের মেয়াদ।

কারা পাবে এই সুবিধা?

এখনো পর্যন্ত যা খবর, শুধুমাত্র ব্যক্তিগত বাণিজ্যিক গাড়ি যেমন কার, জিপ, ভ্যান ইত্যাদি গাড়িগুলির ক্ষেত্রেই এই সুবিধা প্রযোজ্য হবে। তবে হ্যাঁ, গাড়িতে সক্রিয় FASTag ট্যাগ থাকতে হবে। পাশাপাশি FASTag ব্ল্যাকলিস্ট ফেল বা বকেয়া থাকলে এখানে আবেদন করা যাবে না এবং ট্যাগটি সঠিকভাবে উইন্ডসিল্ডে লাগানোও থাকতে হবে। শুধু তাই নয়, গাড়ির রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে FASTag অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা থাকতে হবে।

প্রসঙ্গত জানিয়ে রাখি, সাধারণ FASTag-এ আগে যেখানে প্রায়সয় রিচার্জ করতে হত, অর্থাৎ প্রতিটি টোলে দাঁড়িয়ে দাঁড়িয়ে টাকা দিতে হত, সেখানে এই বার্ষিক পাস একেবারেই আলাদা। কারণ এখানে একবার টাকা দিলেই পুরো বছরের জন্য নিশ্চিন্তে চলা যাবে, আর প্রতিবার টোল প্লাজাতে গেলেও আলাদা করে টাকা কাটা হবে না। অটোমেটিক ফি কেটে যাবে। এর ফলে সময় এবং ঝামেলা দুই বাঁচবে।

15 আগস্টের আগে কীভাবে করবেন FASTag Annual Pass অ্যাক্টিভ?

FASTag Annual Pass কিনতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।এর জন্য শুধুমাত্র নিন্মলিখিত ধাপগুলি অনুসরণ করুন—

  • প্রথমে রাজমার্গ যাত্রা অথবা NHAI/MoRTH-এর অফিসিয়াল ওয়েবসাইটে যান।
  • এরপর রেজিস্টার্ড মোবাইল নম্বর দিয়ে অথবা গাড়ির রেজিস্ট্রেশন নম্বর বা FASTag আইডি দিয়ে লগইন করুন।
  • একবার সিস্টেম আপনার যোগ্যতা যাচাই করে নেবে।
  • যদি আপনি যোগ্য হন, তাহলে অনলাইনেই 3000 টাকা পেমেন্ট করে দিতে পারেন, ইউপিআই, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিং-এর মাধ্যমে খুব সহজেই পেমেন্ট করতে পারবেন। 
  • পেমেন্ট সফল হয়ে গেলে আপনার বর্তমান FASTag-এর সঙ্গে Annual Pass লিঙ্ক হয়ে যাবে। 
  • এরপর আপনি একটি কনফার্মেশন মেসেজ পাবেন, যা 15 আগস্ট থেকে কার্যকর হয়ে যাবে।

আরও পড়ুনঃ টানা ৩ দিন দরপতন, মধ্যবিত্তদের মুখে হাসি ফোটাচ্ছে সোনা, রুপোর দাম! আজকের রেট

পাস সক্রিয় হওয়ার পর কী করতে হবে?

উল্লেখ্য, 15 আগস্ট থেকে এই পাসের মেয়াদ শুরু হবে। ফলে প্রতিবার টোল পার হলে একটি করে ট্রিপ অটোমেটিক কেটে যাবে। আলাদা করে দাঁড়ানোর দরকার পড়বে না। 200টি টোল শেষ হলে বা এক বছরের মেয়াদ শেষ হলে আবার FASTag রিচার্জ করতে হবে। তবে এক্ষেত্রে জানিয়ে রাখি, এই FASTag পাস ট্রান্সফারযোগ্য নয় এবং নন রিফান্ডেবল। শুধুমাত্র ন্যাশনাল হাইওয়ে এবং MoRTH-এর টোল প্লাজার ক্ষেত্রে এটি প্রযোজ্য।

Leave a Comment