ওয়েটিং টিকিট নিয়ে ভুল কামরায় উঠলে কী হবে? জানুন রেলের নিয়মকানুন

Indian Railways

সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতীয় রেলের (Indian Railways) উপর নির্ভর করে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ নিজেদের গন্তব্যস্থলে পৌঁছয়। তবে বেশিরভাগ মানুষই টিকিট নিয়ে সমস্যার সম্মুখীন হয়। টিকিট কাটলেও তা কনফার্ম হয় না। অনেক সময় হাতে থাকে ওয়েটিং টিকিট। তবে প্রশ্ন ওঠে, এরকম টিকিট নিয়ে কি যাত্রা করা যায়? আর ভুল কামরায় উঠলেও বা কি হবে? জরিমানা গুনতে হবে? চলুন সবটা জেনে নেব আজকের প্রতিবেদনে।

ওয়েটিং টিকিটের ভ্রমণের নিয়ম

ভারতীয় রেলের নিয়ম বলছে, ওয়েটিং টিকিটের ভ্রমণ করা যায়, তবে কিছু শর্ত মানতে হবে। হ্যাঁ, ওয়েটিং টিকিট নিয়ে শুধুমাত্র জেনারেল কামরাতেই যাত্রা করা যাবে। আর এই কোচ মূলত সেই যাত্রীদের জন্যই, যাদের সিট কনফার্ম হয় না। এখানে সিট পাওয়ার কোনো নিশ্চয়তা থাকে না। ফলে দাঁড়িয়ে যেতে হয় বা খালি সিট পেলে বসার সুযোগ থাকবে।

ভুল কামরায় উঠলে কী হবে?

যদি আপনি ওয়েটিং টিকিট নিয়ে স্লিপার বা এসি কামড়ায় উঠে পড়েন, তাহলে টিটিই আপনাকে জরিমানা করতে পারে। হ্যাঁ, সাধারণত জরিমানার পরিমাণ 100 টাকা থেকে 500 টাকার মধ্যে হয়। পাশাপাশি ভিন্ন ট্রেন বা ক্লাস অনুযায়ী এই পরিমাণ কিছুটা বাড়তে বা কমতেও পারে। আর টিকিট ভুয়ো বা জাল হলে কিংবা একেবারে টিকিট ছাড়া ভ্রমণ করলে জরিমানা আরো বেশি হবে।

আরও পড়ুনঃ নাগরিক হওয়ার আগেই ভোটার তালিকায় নাম ওঠে সোনিয়া গান্ধীর, বিস্ফোরক দাবি BJP-র

এক্ষেত্রে উল্লেখ্য, জরিমানা আদায়ের পর টিটিই আপনাকে সেই ট্রেনের সাধারণ কামরায় পাঠিয়ে দিতে পারে। এমনকি কিছু কিছু ক্ষেত্রে পরবর্তী স্টেশনে নামিয়ে দিতেও পারে। সম্পূর্ণ নির্ভর করবে টিটিই’র উপরই। তাই ওয়েটিং টিকিট মানেই যে পছন্দের কোচে ভ্রমণ, এমনটা ভাববেন না। নিয়ম মেনে চলুন। এতে শুধুমাত্র জরিমানা এড়ানো যাবে না, বরং নিরাপদ ও আরামদায়ক সফর উপভোগ করতে পারবেন।

Leave a Comment