ChatGPT দিয়ে বানান স্বাধীনতা দিবসের ট্রেন্ডিং ১৫ আগস্টের ছবি! রইল স্টেপ বাই স্টেপ প্রসেস

15 August AI Photo

সৌভিক মুখার্জী, কলকাতা: আগামীকাল অর্থাৎ 15 আগস্ট ভারতের স্বাধীনতা দিবস। গোটা দেশে ছড়িয়ে পড়বে দেশপ্রেম আর রঙে রঙিন হয়ে উঠবে। তবে এবছরও সোশ্যাল মিডিয়ায় বিশেষ ধরনের একটা ছবির (15 August AI Photo) ঝড় উঠে গিয়েছে। হ্যাঁ, এআই জেনারেটেড স্বাধীনতা দিবসের ফটো, যা দেখে মনে হচ্ছে একেবারে DSLR-এ তোলা বাস্তব ছবি। আর এই ছবিতে আপনার নিজের মুখ একেবারে নিখুঁতভাবে মিলে যাবে।

আসলে এই ছবিগুলো তৈরি করা হচ্ছে ChatGPT নামক এআই টুল দিয়ে এবং বিশেষভাবে বানানো একটি ফটো এডিটিং প্রম্পট ব্যবহার করে। ইনস্টাগ্রাম থেকে শুরু করে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, যেখানেই চোখ পড়ছে এখন এই ধরনের ছবি ট্রেন্ডিং। তবে আপনি চাইলে খুব সহজেই নিজেই এরকম 15 আগস্টের ফটো বানিয়ে নিতে পারবেন। কিন্তু কীভাবে বানাবেন তা জানিয়ে দেব আজকের প্রতিবেদনে। 

কীভাবে বানাবেন নিজের এআই ফটো?

স্বাধীনতা দিবসের জন্য নিজের এআই ফটো বানাতে হলে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন—

  1. প্রথমে আপনার পছন্দ মত নীচে দেওয়া যেকোনো একটি প্রম্পট কপি করুন।
  2. এরপর ChatGPT অ্যাপে গিয়ে ইমেজ জেনারেশন অপশনে ক্লিক করুন। 
  3. এরপর আপনার মুখ স্পষ্টভাবে দেখা যাচ্ছে, এরকম একটি ছবি আপলোড করে দিন। 
  4. এরপর শুধুমাত্র প্রম্পটটিকে কপি-পেস্ট করে পাঠিয়ে দিন।
  5. কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর আপনার এআই ছবি প্রস্তুত হয়ে যাবে। 
  6. এবার ছবিটি ডাউনলোড করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ফেলুন।

প্রম্পট- Create a striking patriotic portrait of a young Indian man gazing upward with pride and hope. He is dressed in a crisp white shirt, accented with a tricolor scarf in orange, white, and green, and an Ashoka Chakra badge. Behind him, swirling smoke in the colors of the Indian flag creates a vibrant backdrop, with the blue Ashoka Chakra forming a halo around his head as a symbol of unity. Two white doves soar beside him, embodying peace and freedom.

প্রম্পট- Create a vibrant portrait of a joyful young man celebrating Indian pride, wrapped in the Indian national flag — the tricolor with the Ashoka Chakra. He wears a traditional white kurta pajama, smiling warmly while glancing back over his shoulder. The background features soft greenery and gentle, warm lighting that enhances the festive and patriotic atmosphere. Use natural colors, high resolution, and a lively, celebratory mood in the style.

প্রম্পট- Create a powerful image of a proud young Indian man standing against a dark background, wrapped in the Indian national flag — saffron, white, and green — holding it close to his chest with one hand. He has short, neatly styled hair, a trimmed beard, and wears glasses along with a smartwatch. The Ashoka Chakra on the white stripe is clearly visible. Dramatic lighting focuses on his face, creating a bold, patriotic, and emotionally charged atmosphere.

প্রম্পট- Create a hyper-realistic 8K studio portrait of a proud young Indian man saluting in front of a waving Indian national flag. He stands confidently under dramatic studio lighting, which casts soft highlights and shadows around him. He wears a crisp white kurta paired with fitted black jeans, and a long tricolor dupatta — saffron, white, and green — draped neatly around his neck. The fabric of the dupatta ripples gently, mirroring the motion of the flag behind him.

প্রম্পট- Create a powerful yet serene digital portrait of a young Indian man standing proudly on a mountain peak, dressed in a traditional white kurta-pajama. He holds the Indian national flag firmly in both hands as it waves dramatically in the wind. His face radiates calm pride, with his gaze lifted slightly upward in hope and dignity. Bright natural daylight illuminates the scene, highlighting the crisp white of his kurta and the vivid hues of the tricolor. Behind him, the majestic Himalayas stretch into the distance, while two white doves soar across the clear blue sky, symbolizing peace and freedom. A faintly glowing Ashoka Chakra appears behind his head like a spiritual halo, evoking unity and truth.

আরও পড়ুনঃ ফের চড়ল সোনার দাম, ১৪৫০ টাকা বাড়ল রুপোর দর! আজকের রেট

তবে এক্ষেত্রে উল্লেখ্য, অনেক সময় এআই আপনার মুখ পুরোপুরি না মেলাতেও পারে। সেক্ষেত্রে Remake AI ওয়েবসাইট ব্যবহার করতে পারেন। সেখানে গিয়ে আপনার এআই ছবি এবং আসল ছবি আপলোড করে Face Swap অপশনে ক্লিক করতে হবে। কয়েক মুহূর্তের মধ্যেই আপনার মুখ নিখুঁতভাবে সেখানে বসে যাবে।

Leave a Comment