এবার লাইসেন্স, গাড়ির নম্বরের সাথে করতে হবে আধার লিঙ্ক! পদ্ধতি জানাল পরিবহন দপ্তর

Aadhaar Link with Driving License

সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের সড়ক পরিবহন এবং মহাসড়ক মন্ত্রক গাড়ি চালক ও লাইসেন্সধারীদের জন্য বড়সড় ঘোষণা করল। হ্যাঁ, এবার যানবাহনের নম্বর এবং ড্রাইভিং লাইসেন্সের তথ্যের সঙ্গে আধার কার্ড যোগ (Aadhaar Link with Driving License) করতে হবে, যা সম্পূর্ণ অনলাইনে করা যাবে। এর জন্য কোনও আরটিও অফিস গিয়ে ঝামেলা পোহাতে হবে না। MoRTH-এর তরফ থেকে ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্তের গাড়ির মালিক ও লাইসেন্সধারীদের জন্য মোবাইলে এসএমএস পাঠানো শুরু হয়েছে। 

কী বলা হয়েছে সরকারি বার্তায়?

এসএমএসে স্পষ্ট বলা হচ্ছে যে, আপনার নিবন্ধিত গাড়ির জন্য মোবাইল নম্বর যোগ, আপডেট বা ভেরিফাই করুন আধার যাচাইকরণের মাধ্যমে। আর এর জন্য আপনাকে শুধু parivahan.gov.in ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। সাইটটিকে খুলে Vahan ও Sarathi নামের দুটো কিউআর কোড দেখা যাবে, যা স্ক্যান করেই আপনি এই কাজ করে নিতে পারবেন।

Vahan পোর্টালে মোবাইল নম্বর আপডেটের প্রক্রিয়া

Vahan পোর্টালে গিয়ে মোবাইল নম্বর আপডেট করার জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন—

  • প্রথমে পোর্টালে গিয়ে Mobile Number Update through Aadhaa অপশনটিকে বেছে নিন।
  • এরপর গাড়ির রেজিস্ট্রেশন নম্বর, চ্যাসিস নম্বর, ইঞ্জিন নম্বর এবং নিবন্ধনের তারিখ ও বৈধতার মেয়াদ দিয়ে আবেদন ফর্মটি পূরণ করুন।
  • এরপর নীচে যাওয়া ভেরিফিকেশন কোড লিখে সাবমিট করে দিন।
  • সমস্ত তথ্য মেলানো হয়ে গেলে আপনার মোবাইল নম্বর, গাড়ির রেজিস্ট্রেশনের সঙ্গে অটোমেটিক আপডেট হয়ে যাবে ।

Sarathi পোর্টালে গিয়ে ড্রাইভিং লাইসেন্স আপডেট

Sarathi পোর্টালে ড্রাইভিং লাইসেন্স আপডেট করার জন্য নিন্মলিখিত ধাপগুলি অনুসরণ করুন—

  • প্রথমে Sarathi কোড স্ক্যান করুন বা সরাসরি পোর্টালে চলে যান।
  • এরপর ড্রাইভিং লাইসেন্সের নম্বর, জন্মতারিখ, রাজ্যের নাম এবং ক্যাপচা কোড দিয়ে যাবতীয় তথ্য পূরণ করুন।
  • এরপর Validate অপশনে ক্লিক করে তথ্য যাচাই করুন। 
  • সবকিছু সঠিকভাবে থাকলে মোবাইল নম্বর আপডেট হয়ে যাবে।

আরও পড়ুনঃ কলকাতা লিগে বুধবারের ম্যাচে অংশ না নেওয়ায় শাস্তি পাবে মোহনবাগান?

এদিকে সরকারি কর্মকর্তারা সম্প্রতি জানিয়েছেন যে, এই প্রক্রিয়া যদি সম্পন্ন না করেন, তাহলে গাড়ি বা লাইসেন্স সংক্রান্ত নোটিশ কিংবা জরিমানা বা অন্য কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার কাছে সময় মতো পৌঁছবে না। তার পাশাপাশি আধার লিঙ্কের মাধ্যমে যানবাহনের তথ্য আরো স্বচ্ছ ও নিরাপদ হবে। ফলে ভবিষ্যতে চালান থেকে শুরু করে অন্যান্য কার্যক্রম আরো দ্রুত হবে।

Leave a Comment