সৌভিক মুখার্জী, কলকাতা: গতকাল অর্থাৎ 15 আগস্ট থেকে শুরু হয়েছে ফাস্ট্যাগ বার্ষিক পাস (FASTag Annual Pass)। আর এর সূচনাতেই দেশের প্রচুর মানুষ সাড়া দিয়েছে। হ্যাঁ, এনএইচএআই জানিয়েছে, পরিষেবা চালুর প্রথম দিনই প্রায় 1.4 লক্ষ গাড়ির মালিক বার্ষিক বাস কিনে ফেলেছে।
কী এই ফাস্ট্যাগ বার্ষিক পাস?
যারা নিয়মিত হাইওয়েতে গাড়ি নিয়ে যাতায়াত করেন, তাদের জন্য এটি একেবারে পারফেক্ট। কারণ মাত্র 3000 টাকা দিয়ে একবার এই পাস নিলেই পুরো এক বছরের জন্য কিংবা সর্বাধিক 200টি টোল ক্রসিং বিনামূল্যে করা যাবে। আর এটি মূলত প্রাইভেট ভেহিকেল যেমন গাড়ি, জিপ, ভ্যান ইত্যাদির জন্যই প্রযোজ্য।
এক্ষেত্রে উল্লেখ্য, দেশের মোট 1150টি টোল প্লাজাতেই এই ফাস্ট্যাগ অ্যানুয়াল পাস ব্যবহার করা যাবে। এমনকি এর মাধ্যমে টোল চার্জে বিশেষ ছাড়ও মিলবে। প্রতিবার ব্যবহারের পর এসএমএস-এ নোটিফিকেশনও আসবে। পাশাপাশি পেমেন্ট করার দুই ঘন্টার মধ্যেই এই পাস অ্যাক্টিভেট হয়ে যাবে।
“Have you made your Annual Toll Tax Pass yet? It’s really quick and easy.
Just download the Rajmargyatra app, fill in your car details, and it will automatically detect your active FASTag.
Then, simply pay ₹3000 to get the pass, which is valid for an entire year or up to 200… pic.twitter.com/CoXBAyk1Oe
— Rattan Dhillon (@ShivrattanDhil1) August 16, 2025
কীভাবে বানাবেন ফাস্ট্যাগ বার্ষিক পাস?
ফাস্ট্যাগ বার্ষিক পাস নেওয়ার জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে—
- প্রথমে আপনার স্মার্টফোনে RajMargYatra অ্যাপ ডাউনলোড করুন। এটি গুগল প্লে স্টোর বা অ্যাপেল স্টোর থেকেই ডাউনলোড করতে পারবেন।
- এরপর অ্যাপ করে মেইন ব্যানারে গিয়ে “Annual Pass” অপশনটিতে ক্লিক করুন।
- এরপর Pre-book অপশনটিতে ক্লিক করুন।
- এরপর স্ক্রিনে দেওয়া সমস্ত নির্দেশনা ভালো করে পড়ে নিতে হবে।
- এরপর আপনার গাড়ির রেজিস্ট্রেশন নম্বর ও ফাস্ট্যাগ ডেটা হাতের কাছে রেখে দিন।
- এরপর গাড়ির রেজিস্ট্রেশন নম্বরটি ইনপুট করে দিন। বলে রাখি, সিস্টেম এখানে যাচাই করবে যে, আপনার গাড়ি এই পাসের জন্য উপযুক্ত কিনা।
- এরপর আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। সেটিকে ইনপুট করুন।
- এরপর ইউপিআই, ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড কিংবা নেট ব্যাঙ্কিং, যেকোনো মাধ্যমে পেমেন্ট করতে পারেন।
- 3000 টাকা পেমেন্ট করলেই আপনার বার্ষিক পাস অ্যাক্টিভেট হয়ে যাবে।
আরও পড়ুনঃ ক্যান্সারের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের পর জীবনাবসান! মাতৃহারা হলেন রূপা গঙ্গোপাধ্যায়
উল্লেখ্য, প্রতিদিন প্রায় 20 হাজার থেকে 25 হাজার মানুষ এই অ্যাপ ব্যবহার করছে। এমনকি ব্যবহারকারীদের সুবিধার জন্য প্রতিটি টোল প্লাজায় কর্মীও নিয়োগ করা হয়েছে। তবে অভিযোগ কিংবা সমস্যার সমাধানের জন্য ন্যাশনাল হাইওয়ের হেল্পলাইন নম্বর 1033 রয়েছে। এখানে শতাধিক কর্মী 24 ঘন্টা পরিষেবা দিয়ে যাচ্ছে।