‘বউ বলেছে মদ খেয়ে বাড়ি আসতে হবে’, ব্যক্তির কথা শুনে তাজ্জব পুলিশ! ভাইরাল ভিডিও

alipurduar viral video

সহেলি মিত্র, কলকাতাঃ ‘বউ বলেছে মদ খেয়ে বাড়ি আসতে হবে’। স্বাধীনতা দিবসের দিন এক বাইক আরোহীর মুখে এহেন কথা শুনে তাজ্জব পুলিশ। হ্যাঁ ঠিকই শুনেছেন। ইতিমধ্যে এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপক গতিতে ভাইরাল (Viral Video) হয়েছে। সামাজিম মাধ্যম এমন এক জায়গা যেখানে প্রতিদিন কিছু না কিছু ভাইরাল হতেই থাকে। সে ভিডিও হোক বা ছবি, এসব দেখে কখনও আমাদের হাসি পায়, রাগ হয় কিংবা আবার দুঃখ হয়। তবে এবার আলিপুরদুয়ার জেলা থেকে এমন এক ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে মানুষ হেসে লুটোপুটি খাচ্ছেন রীতিমতো।

বউয়ের কথা শুনে বিপাকে ব্যক্তি!

১৫ আগস্টের দিন বহু যানবাহন চলাচল করছিল জেলার বিভিন্ন সড়কে। এই সময় দুর্ঘটনা রোধ ও যানবাহন নিয়ন্ত্রণে রাখতে আলিপুরদুয়ার জেলার দুই নম্বর ব্লকের শামুকতলা থানার অন্তর্গত লাল পুল এলাকায় চালানো হয় বিশেষ অভিযান। আর এই বিশেষ অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন S.I বাবুল রায় । বিভিন্ন বাইক, গাড়ি থামিয়ে চলছিল চেকিং থেকে শুরু করে কেউ মদ্যপান করে আছে কিনা তার পরীক্ষা। তেমনই এক বাইক চালকেরও ব্রেথ অ্যানালাইজার দিয়ে চেক করা হয় সে মদ্যপ কিনা। পরীক্ষায় উঠে আসে সে মদ্যপ।

ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল

এরপরের ঘটনা আরও মজাদার। পুলিশ ও ব্যক্তিকে জিজ্ঞাসা করে যে সে কেন মদ খেয়ে গাড়ি চালাচ্ছে? সেই প্রশ্নের উত্তর ব্যক্তিটি বলে, ‘আজ ১৫ আগস্টের দিন বউ বলেছে মদ খেয়ে বাড়ি আসতে হবে। আপনি তো স্যার কোথাকার লোক। আপনাদের সঙ্গে আমরা কোনও আনলিগাল ব্যবহার করিনি।’ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সেই ভিডিও

এরপর থানা থেকে পুলিশের গাড়ি আসে এবং ওই ব্যক্তিকে তুলে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার ভিডিও করতে গিয়ে পুলিশ অবধি হেসে ফেলেছে। যাইহোক, এই ঘটনার ভিডিও সামাজিম মাধ্যমে ব্যাপক গতিতে ভাইরাল হয়েছে। একজন তো লিখেছে, এরকম বৌ সবার যেন হয়। অপর একজন লিখেছেন, বৌ এর কথা শুনলে বিপাকে পরতেই হয় , আবার প্রমাণ হলো। অন্য আরেকজন ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘এটা তো বউ না, সাক্ষাৎ যমরাজ’।

Leave a Comment