সৌভিক মুখার্জী, কলকাতা: ট্রেনে নিত্য যাতায়াতকারীদের জন্য এবার বিরাট সুখবর। হ্যাঁ, ভারতীয় রেল (Indian Railways) এবার যাত্রী সংরক্ষণ ব্যবস্থার আধুনিকীকরণের পথে হাঁটছে। এর ফলে টিকিট বুকিং-এর গতি চারগুণ বাড়বে। যারা প্রতিদিন বা নিয়মিত ট্রেনে ভ্রমণ করে থাকেন, তাদের জন্য এটি হতে চলেছে বিরাট সুবিধা।
কেন আনা হচ্ছে পরিবর্তন?
উল্লেখ্য, বর্তমানে যে পিআরএস সিস্টেম চলছে, এটা সেই 2010 সালে চালু করা হয়েছিল। আর পুরনো Itanium সার্ভার এবং Open VMS প্রযুক্তির উপর ভর করেই এই সিস্টেম চলে আসছে। সময়ের সঙ্গে সঙ্গে যাত্রী সংখ্যা বেড়েই চলেছে। এদিকে ডিজিটাল ট্রাফিকের উপর বহুগুন চাপ পড়ছে। ফলে উৎসব কিংবা ছুটির মরসুমে টিকিট পেতে যাত্রীদের হয়রানির শিকার হতে হচ্ছে। তবে রেলের নতুন পরিকল্পনা যাত্রীদের সেই ভোগান্তি অনেকটাই দূর করবে, তা বলা যায়।
কীভাবে কাজ করবে এই নতুন সিস্টেম?
আসলে এই নতুন টিকিট বুকিং সিস্টেমটি সম্পূর্ণ ক্লাউড প্রযুক্তির উপর নির্ভর করেই কাজ করবে। হ্যাঁ, এর ফলে বুকিং হবে আরও দ্রুত, নিরাপদ এবং ঝামেলাবিহীন। আর হার্ডওয়ার, সফটওয়্যার নেটওয়ার্ক এবং সিকিউরিটি, সবক্ষেত্রেই ব্যাপক পরিবর্তন আনা হবে। এমনকি আপগ্রেডের পর প্রতি মিনিটে আগের তুলনায় বহুগুণ বেশি টিকিট কনফার্ম হবে।
🚨#RailOne App of Indian Railways is now LIVE!📱
RailOne is a one-stop solution for all passenger services. The App offers ease of access for services like ⬇️
✦ Reserved & Unreserved Tickets
✦ Platform Tickets
✦ Enquiries about Trains
✦ PNR
✦ Journey Planning
✦ Rail Madad… pic.twitter.com/rtorI0cREO— PIB India (@PIB_India) July 1, 2025
উল্লেখ্য, রেলের এই আপডেটে বিশেষ করে উৎসবের সময় যে সমস্ত ব্যক্তিরা টিকিট কাটার জন্য যুদ্ধে নেমে পড়েন, তারা বিশাল লাভবান হবেন। আর নতুন সিস্টেমের মাধ্যমে কনফার্ম টিকিট পাওয়া যাবে। এই নিয়ে সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার কুলদীপবাবু জানিয়েছেন, এই প্রকল্পে রেলওয়ে কাজ করছে সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেমসের সঙ্গেই।
যাত্রীদের জন্য নতুন সঙ্গী RailOne অ্যাপ
উল্লেখ্য, টিকিট বুকিং প্রক্রিয়াকে এবার আরো সহজ করতে ভারতীয় রেল চালু করেছেন নতুন মোবাইল অ্যাপ RailOne। এর মাধ্যমে যাত্রীরা সংরক্ষিত কিংবা অসংরক্ষিত, উভয় ধরনের টিকিট নিজের মোবাইল থেকে বুকিং করতে পারছে। পাশাপাশি দীর্ঘপথের একাধিক ট্রেনে সাধারণ কোচ যুক্ত করা হয়েছে, যাতে সাধারণ যাত্রীরা নিরাপদে ভ্রমণ করতে পারবে।
আরও পড়ুনঃ কমবে চিনের নির্ভরতা! ভারতেরই মিলল দুর্লভ খনিজের হদিস, অরুণাচলে বড় আবিষ্কার
প্রসঙ্গত, সম্প্রতি রেলের অ্যাডভান্স রিজার্ভেশন পিরিয়ড কমানো হয়েছে। আগে যাত্রীরা 120 দিন আগে পর্যন্ত টিকিট কাটতে পারত। আর এখন তা করা হয়েছে মাত্র 60 দিন। আর এই নিয়ম 1 নভেম্বর, 2024 থেকেই কার্যকর হয়েছে। এর ফলে বাতিল টিকিট বাতিলের হার অনেকটাই কমবে।