সৌভিক মুখার্জী, কলকাতা: কেন্দ্রীয় সরকার এবার ট্যাক্স সংস্করণের পথে হাঁটছে। হ্যাঁ, এবার সরাসরি নিশানায় রয়েছে টু-হুইলার থেকে শুরু করে ছোট গাড়ি ও হাইব্রিড গাড়ির বাজার। সূত্র বলছে, এন্ট্রি লেভেল টু হুইলার থেকে ছোট গাড়িতে এবার জিএসটি (GST on Car) অনেকটাই কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। আর এর ফলে একদিকে যেমন মধ্যবিত্ত পরিবারের উপর চাপ কমবে, তেমনই দেশের অটো সেক্টর আরো চাঙ্গা হতে পারে।
স্বাধীনতা দিবসেই ইঙ্গিত মোদির
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি এ বছরের স্বাধীনতা দিবসে ভাষণ দিতে গিয়ে ইঙ্গিত দিয়েছিলেন যে, দেশ এবার নতুন দুই স্তরে জিএসটি কাঠামো পেতে চলেছে। আর সেই দিকেই বর্তমানে অর্থমন্ত্রক পা বাড়িয়েছে। সবকিছু যদি ঠিকঠাক থাকে, তাহলে আসন্ন দীপাবলীর আগেই এই সংস্কার কার্যকর করা হতে পারে বলে মনে করা হচ্ছে।
প্রসঙ্গত জানিয়ে রাখি, এখনো পর্যন্ত গাড়ির ক্ষেত্রে জিএসটির হার নির্ভর করে মূলত গাড়ির দৈর্ঘ্য, ইঞ্জিন ক্যাপাসিটি আর গ্রাউন্ড ক্লিয়ারনেসের উপরে। ফলে ছোট গাড়িও প্রায় বিলাসবহুল গাড়ির মতো ট্যাক্সের বোঝা বহন করছে বর্তমান সময়ে। আর নতুন প্রস্তাব কার্যকর হলে সেই হার অনেকটাই কমবে।
🚨 Proposed relief for automobile sector in India. (NDTV) pic.twitter.com/fcsCgXDyDv
— Indian Tech & Infra (@IndianTechGuide) August 19, 2025
নতুন জিএসটি কাঠামো
যেমনটা জানা যাচ্ছে, বর্তমানে টু হুইলার অর্থাৎ 360 সিসির নীচে যে সমস্ত গাড়ি রয়েছে, সেগুলোর জিএসটি 28% থেকে কমে 18% নিয়ে আসা হবে। পাশাপাশি 1200 সিসি পর্যন্ত ছোট গাড়ির ক্ষেত্রে বর্তমানের 29 থেকে 31% জিএসটি কমিয়ে 18%-এ নিয়ে আসা হবে। মিড সাইজ গাড়িগুলোর ক্ষেত্রে বর্তমানের 43% জিএসটি 40% নিয়ে আসা হবে এবং বড় গাড়ি বা SUV-এর ক্ষেত্রে বর্তমানের ধার্য করা 50% জিএসটি 40%-এ নিয়ে আসা হবে।
কেন আনা হচ্ছে এই পরিবর্তন?
বিশেষজ্ঞ মহল মনে করছে যে, ছোট গাড়ি থেকে শুরু করে মিড সাইজ গাড়ি বা SUV-এর উপর যদি ট্যাক্স কমানো হয়, তাহলে মধ্যবিত্তরা গাড়ি কেনার ক্ষেত্রে মূলত স্বস্তি পাবে। পাশাপাশি গাড়ি কেনার প্রবণতা আরো বাড়বে এবং অটো ইন্ডাস্ট্রি আরো চাঙ্গা হবে। সবথেকে বড় ব্যাপার, বিলাসবহুল গাড়ি ও ছোট গাড়ির মধ্যে ট্যাক্স বিভাজন এবার স্পষ্ট হবে।
আরও পড়ুনঃ রানাঘাট-শিয়ালদা AC লোকালে দমবন্ধ পরিস্থিতি, বিপাকে ভ্লগাররা! মুখ খুলল রেল
উল্লেখ্য, বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর নেতৃত্বাধীন জিএসটি কাউন্সিলের মন্ত্রিসভা এই প্রস্তাব খতিয়ে দেখবে। তারপরেই চূড়ান্ত হবে। সবুজ সংকেত মিললেই দেশে দুই স্তরে জিএসটি কাটামো চালু হবে। ফলে প্রয়োজনের সামগ্রীর উপর 5%, সাধারণ পণ্য ও পরিষেবার ক্ষেত্রে 18% এবং বিলাসবহুল ও টিন গুডসের ক্ষেত্রে 40% জিএসটি আরোপ হবে।