পেট্রোল পাম্পে নিজেই পেমেন্ট করবে আপনার গাড়ি, আসছে UPI 3.0! কবে হবে শুরু?

UPI 3.0

সৌভিক মুখার্জী, কলকাতা: এখনকার দিনে নগদ টাকার কারবার অনেকটাই কমে গিয়েছে। হাতে থাকা মোবাইলের মাধ্যমে মিনিটের মধ্যেই লক্ষ লক্ষ টাকা লেনদেন মিটে যাচ্ছে। হ্যাঁ, UPI আমাদের ডিজিটাল জীবনে এক নয়া মাত্রা যোগ করেছে। আর এবার সেই সুবিধাকে আধুনিক রূপে নিয়ে যাচ্ছে NPCI। খুব শিগগিরই আসছে UPI 3.0।

কী বদল আনবে এই UPI 3.0?

এখনো পর্যন্ত রিপোর্ট অনুযায়ী, নতুন সংস্করণে পাওয়া যাবে ইন্টারনেট অফ থিংস প্রযুক্তি। এর ফলে শুধুমাত্র স্মার্টফোন নয়, বরং আপনার বাড়ির স্মার্ট ডিভাইসগুলিও পেমেন্ট করতে পারবে। মানে আপনার ফ্রিজ যদি অনলাইনে কোনো প্রোডাক্ট অর্ডার করতে পারে কিংবা গাড়ি ফুয়েল স্টেশনে গিয়ে নিজে থেকে বিল মেটায়, তাহলে আর অবাক হওয়ার কিছু থাকবে না। শুধু তাই নয়, স্মার্ট ওয়াচ, টেলিভিশন কিংবা ওয়াশিং মেশিন, সবকিছুই এখন পেমেন্ট মাধ্যম হয়ে উঠবে।

নতুন কী কী সুবিধা মিলবে?

জানা যাচ্ছে, এবার UPI অটো-পে ফিচারের মাধ্যমে বিল বা সাবস্ক্রিপশনের টাকা নির্দিষ্ট সময়ে নিজে থেকেই কেটে যাবে। থাকবে UPI সার্কেল, যার মাধ্যমে বন্ধু বা পরিবারের মধ্যে একটি গ্রুপ তৈরি করে সহজেই লেনদেন করা যাবে। এমনকি লিমিট সেটিংস রাখা হবে, যেখানে ব্যবহারকারীরা চাইলে ডিভাইস-ভিত্তিক লেনদেনের সীমাও বেধে দিতে পারবে, যাতে নিরাপত্তা বজায় থাকে।

আরও পড়ুনঃ ভারত থেকে ৩০০ ইঞ্জিনিয়ার ফেরত চাইল চিন! iPhone-17 লঞ্চের আগে নির্দেশ Foxconn-কে

কবে আসবে UPI 3.0?

এখনো পর্যন্ত বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, 2025 সালের অক্টোবর মাস নাগাদ গ্লোবাল ফিনটেক ফেস্ট মঞ্চ থেকেই এই ঘোষণা করা হতে পারে। হ্যাঁ, এমনটাই জানা যাচ্ছে। যদিও সরকারিভাবে এখনো অফিসিয়াল কোনো বিজ্ঞপ্তি জারি করেনি NPCI  তবে ভারতে বর্তমান সময়ে যে কোটি কোটি মানুষ দৈনন্দিন UPI ব্যবহার করে, সেক্ষেত্রে এই UPI 3.0 আসলে ডিজিটাল পরিকাঠামো আরো উন্নত হবে এবং নতুন দিগন্ত খুলে যাবে, তা বলার অপেক্ষা রাখে না।

Leave a Comment