বিক্রম ব্যানার্জী, কলকাতা: এশিয়া কাপের আগেই চিন্তায় ভারতীয় ক্রিকেট বোর্ড। আচমকা অসুস্থ হয়ে পড়লেন ভারতীয় টি-টোয়েন্টি দলের সহ অধিনায়ক শুভমন গিল। ক্রিকেট ডটকমের রিপোর্ট অনুযায়ী, টেস্ট দলের সেনাপতিকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এদিকে অসুস্থতার কারণে ঘরোয়া ক্রিকেট থেকে ছিটকে গেলেন তারকা ব্যাটার। কিন্তু কী হয়েছে শুভমনের?
কী হয়েছে শুভমন গিলের?
দিলীপ ট্রফি দিয়ে শুরু হচ্ছে ঘরোয়া ক্রিকেটের মরসুম। আর সেই আসরে উত্তরাঞ্চলকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল গিলের। কিন্তু তার আগেই হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন ভারতীয় ক্রিকেটার। রিপোর্ট অনুযায়ী, ভাইরাল ফিভারে আক্রান্ত ভারতীয় টেস্ট দলের অধিনায়ক। জানা যাচ্ছে, ইতিমধ্যেই শুভমনের রক্ত পরীক্ষা করে সেই রিপোর্ট জমা পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের দপ্তরে।
🚨 𝑹𝑬𝑷𝑶𝑹𝑻𝑺 🚨
North Zone captain Shubman Gill has likely been ruled out of the Duleep Trophy after the medical team and physio confirmed he is unwell. 🤕
However, there is no concern regarding his availability for the upcoming Asia Cup. 🙌🏼
(Source: Abhishek Tripathi)… pic.twitter.com/TYl7jDPd9U
— Sportskeeda (@Sportskeeda) August 23, 2025
আর সেই রিপোর্ট দেখেই 28 আগস্ট থেকে শুরু হতে যাওয়া ঘরোয়া টুর্নামেন্ট দিলীপ ট্রফি থেকে ভারতীয় ক্রিকেটারকে বাদ দিয়েছে BCCI। আপাতত তাঁকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের চিকিৎসক দল। সেই মতোই, শুভমন এখন চন্ডিগড়ের বাড়িতে রয়েছেন।
শুভমনকে নিয়ে ঝুঁকি নিতে নারাজ বোর্ড
রিপোর্ট যা বলছে, দিলীপ ট্রফির আগে হঠাৎ গিল অসুস্থ হয়ে পড়ায় তাঁকে আসন্ন ঘরোয়া টুর্নামেন্টে খেলাতে চাইছে না বোর্ড। আসলে, অসুস্থতার মাঝে এবং এশিয়া কাপের আগে শুভমনকে নিয়ে বাড়তি ঝুঁকি নিতে নারাজ বোর্ড কর্তারা। ফলে উত্তরাঞ্চলকে যে দিলীপ ট্রফির ম্যাচগুলি শুভমনকে ছাড়াই খেলতে হবে সে কথা বলার অপেক্ষা রাখে না। যদিও সূত্র বলছে, গিলের অসুস্থতা খুব একটা গুরুতর নয়। চলতি সপ্তাহে তিনি সুস্থ হয়ে উঠবেন। গিল নিজেও এই টুর্নামেন্টে খেলতে আগ্রহী।
অবশ্যই পড়ুন: ‘নস্টালজিক নয় কৃতিত্ব চুরি!’ মেট্রোর নিয়ে মমতার বিরুদ্ধে প্রমাণ দিয়ে বিস্ফোরক শুভেন্দু
উল্লেখ্য, 28 আগস্ট থেকে শুরু হচ্ছে দিলীপ ট্রফি, চলবে 15 সেপ্টেম্বর পর্যন্ত। আর এই টুর্নামেন্টের মাঝেই 9 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। জানা গিয়েছে, দিলীপ ট্রফিতে শুধুমাত্র প্রথম ম্যাচে উত্তরাঞ্চলকে সঙ্গ দেওয়ার কথা ছিল শুভমনের। তবে এই মুহূর্তে খেলোয়াড়ের শারীরিক অবস্থা যা, তাতে কোনও মতেই ঘরোয়া ক্রিকেটে খেলতে পারবেন না তিনি। তবে এশিয়া কাপ শুরুর আগে গিলের সুস্থতা নিয়ে আশাবাদ বোর্ড।