পুকুর ঝাঁপ, কাদা মাখা অবস্থায় গ্রেফতার! ED-র সামনে বিরাট কেরামতি জীবনকৃষ্ণর

TMC MLA Jiban Krishna Saha arrested by ED

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইডির হাতে গ্রেফতার হলেন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। জানা যাচ্ছে, মুর্শিদাবাদের আন্দি গ্রামের বাড়িতে ইডি আধিকারিকদের দেখে পালানোর চেষ্টা করেছিলেন জীবন। 2023 সালে সিবিআই তল্লাশির সময় নিজের দুটি দামি ফোন পুকুরে ফেলে দিয়েছিলেন জীবন। সোমবারও ED অফিসারদের দেখে নিজের ফোন বাড়ির পেছনের ঝোপে ফেলে দেন তিনি।

জীবনকৃষ্ণের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ

সূত্রের খবর, সোমবার জীবন কৃষ্ণের মুর্শিদাবাদের গ্রামের বাড়িতে হানা দেন ইডি আধিকারিকরা। ঠিক সেই সময়ে, তদন্তকারী অফিসারদের দেখতে পেয়ে নিজের দামি ফোন বাড়ির পেছনের ঝোপে ফেলে পালানোর চেষ্টা করেছিলেন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। শুধু কি তাই? জানা যাচ্ছে, ইডি অফিসারদের দেখতে পেয়ে নাকি দোতলা থেকে দেওয়াল টপকে পুকুরে ঝাঁপ দিয়েছিলেন তৃণমূল নেতা। যদিও পরে কাদামাখা গায়ে জীবনকৃষ্ণকে সেখান থেকে তুলে এনেছেন কেন্দ্রীয় বাহিনীর 3 জওয়ান। পাশাপাশি উদ্ধার করা হয়েছে ঝোঁপে ফেলে দেওয়া মোবাইল ফোনও।

এদিন, জীবনকে মুখোমুখি বসিয়ে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেন ইডির কর্তারা। আর সেখানেই প্রশ্ন ওঠে, মোবাইলে এমন কী আছে যে জন্য সেটি গোপন করার চেষ্টা করছেন? আপাতত ইডি সূত্রে যা খবর, জীবনকৃষ্ণ তদন্তকারীদের সাথে সহযোগিতা করছেন না। জানা গিয়েছে, ইডি অফিসাররা ফোনের লক খোলার জন্য চাপ দিলেও তাতে নাকি রাজি হননি জীবনকৃষ্ণ। যদিও ইতিমধ্যেই প্রযুক্তি ব্যবহার করে ইডির দক্ষ আধিকারিকরা স্মার্টফোনটি লক খুলে কল লিস্ট চেক করেছেন। শুধু তাই নয়, তৃণমূল নেতাকে জিজ্ঞাসাবাদ পর্বের গোটা দৃশ্য এমনকি অডিও-ও রেকর্ড করা হয়েছে।

অবশ্যই পড়ুন: আজ থেকেই শুরু হয়ে গেল মেট্রোর ইয়েলো এবং অরেঞ্জ লাইনের যাত্রী পরিষেবা

পুরুলিয়াতেও ইডির হানা

একাধিক রিপোর্ট অনুযায়ী, সোমবার মুর্শিদাবাদে জীবনকৃষ্ণর বাড়িতে পৌঁছোনোর পাশাপাশি বীরভূম এবং পুরুলিয়াতেও হানা দেন ইডি আধিকারিকরা। জানা যায়, এদিন সকালে পুরুলিয়ার 5 নম্বর ওয়ার্ডের হুচুকপড়ার প্রসুন রায়ের বাড়িতে তল্লাশি অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, নিয়োগ দুর্নীতি মামলার স্বার্থেই প্রসূন নামক ওই ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়েছেন ইডি আধিকারিকরা। এদিকে স্থানীয় সূত্রে খবর, ওই বাড়িটি প্রসূন রায়ের শ্বশুরের। সেখানে প্রায়শই যাতায়াত ছিল তাঁর।

Leave a Comment