দ্রাস নদীতে পর্যটকের গাড়ি, বাঁচাতে ছুটে গেলেন কিরেন রিজিজু! ভিডিও ভাইরাল

A car falls into river in Ladakh ahead of Kiren rijiju convoy viral video

বিক্রম ব্যানার্জী, কলকাতা: হঠাৎ লাদাখের নদীতে পড়ে গেল একটি গাড়ি। সাহায্যের জন্য ছুটে গেলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। মঙ্গলবার লাদাখের দ্রাসে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন, আর ঠিক সেই সময়ে তাঁর কনভয়ের সামনে একটি গাড়ি নদীতে পড়ে যায়। যেই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন মন্ত্রী। তবে নদীতে গাড়ি পাল্টি খেলেও চালক সহ দুই আরোহী প্রাণে বেঁচেছেন বলেই খবর।

কেন্দ্রীয় মন্ত্রীর X পোস্ট

বর্তমানে লাদাখ সফরে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। আর তারই মাঝে নিজের X হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেন বিজেপির মন্ত্রী। ভিডিওটিতে দেখা যায়, রাস্তার পাশে নদীতে প্লাটি খেয়ে পড়ে রয়েছে পর্যটকেদের একটি গাড়ি। তার উপর দাঁড়িয়ে দুজন ব্যক্তির সাহায্যের জন্য কাতর আর্জি জানাচ্ছেন।

ভিডিওটিতে দেখা যায়, দুই ব্যক্তির করুণ অবস্থা দেখে নিজে গাড়ি থেকে নেমে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর সদস্য থেকে শুরু করে মন্ত্রীর নিজস্ব দেহ রক্ষীরা। তাঁদেরকে সাথে নিয়েই ওই গাড়ির চালক এবং আরোহীকে নদী থেকে উদ্ধার করার চেষ্টা করছেন মন্ত্রী।

যেই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় পা রাখতেই ভাইরাল হয়েছে দাবানলের গতিতে। ভিডিওটির ক্যাপশনে মন্ত্রী লিখেছেন, লাদাখের দ্রাসে পৌঁছানোর আগে, আমাদের কনভয়ের ঠিক সামনে এই গাড়িটি নদীতে পড়ে যায়। ভাগ্যক্রমে আমরা সময়মতো পৌঁছেছিলাম। গাড়িতে থাকা দুজন ব্যক্তি বেঁচে গিয়েছেন।

 

অবশ্যই পড়ুন: যতই চাপ আসুক, মাথা নোয়াবে না ভারত! নাম না করে ট্রাম্পকে সচেতন করলেন মোদি

উল্লেখ্য, এর আগে কার্গিল যাওয়ার পথে সোনমার্গের কিছু স্মরণীয় মুহূর্ত সমাজ মাধমে ভাগ করে নিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী রিজিজু। সম্প্রতি জম্মু ও কাশ্মীরের মনোরম আবহাওয়ার মধ্যে নিজেকে মেলে ধরার একটি ভিডিওও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি।

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে রিজিজু লিখেছিলেন, গান্ডারবাল এবং কার্গিল উভয় প্রশাসনের প্রতি আমি কৃতজ্ঞ। সিনিয়র গাইড মহম্মদ সিদ্দিকী মীর এবং সোনমার্গের অন্যান্য বন্ধুদেরকে সাহায্যের জন্য অনেক ধন্যবাদ। এই অঞ্চলগুলিতে প্রকৃত উন্নয়ন ঘটেছে। কেন্দ্রীয় মন্ত্রী লেখেন, কাশ্মীরের সাধারণ মানুষ দুর্দান্ত অতিথিপরায়ণ এবং শত্রুদের সহিংসতার বিরুদ্ধে অটল।

Leave a Comment