SBI-র ক্রেডিট কার্ডে বন্ধ হচ্ছে এই সুবিধা! ১ সেপ্টেম্বর থেকে বদলাচ্ছে নিয়ম

SBI Credit Card

সৌভিক মুখার্জী, কলকাতা: আপনার কাছে কি SBI-র ক্রেডিট কার্ড (SBI Credit Card) রয়েছে? তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্যই। কারণ আগামী 1 সেপ্টেম্বর থেকেই বিরাট পরিবর্তন আনতে চলেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় কার্ড প্রদানকারী সংস্থা SBI।

হ্যাঁ, ইতিমধ্যেই এই প্রতিষ্ঠানটি গ্রাহকদের উদ্দেশ্যে নোটিশ জারি করেছে। আর নতুন নিয়ম কার্যকর হলে কার্ডধারীরা একাধিক পুরনো সব সুবিধা আর পাবে না। বিশেষ করে রিওয়ার্ড পয়েন্ট সম্পর্কিত সুযোগ এবার অনেকটাই সীমিত করা হচ্ছে।

কোন কোন কার্ডে বদল আসছে?

ভারতীয় স্টেট ব্যাঙ্কের তরফ থেকে জানানো হয়েছে, এই পরিবর্তনের প্রভাব মূলত তিন ধরণের কার্ডে পড়বে। আর সেগুলি হল—

  • Lifestyle Home Center SBI Card,
  • Lifestyle Home Center SBI Card Select এবং
  • Lifestyle Home Center SBI Card Prime

জানা যাচ্ছে, এই কার্ডগুলোর ক্ষেত্রে রিওয়ার্ড পয়েন্টের নিয়মে বড় ধরণের কাটছাঁট করা হতে পারে।

কোথায় রিওয়ার্ড পয়েন্ট মিলবে না?

স্টেট ব্যাঙ্কের নতুন নিয়ম অনুযায়ী, অনলাইন গেমিং প্ল্যাটফর্মে লেনদেনের উপর আর কোনোরকম রিওয়ার্ড পয়েন্ট দেওয়া হবে না। পাশাপাশি সরকারি পরিষেবা বা সরকারি খাতে করা যেকোনো লেনদেনেও আর রিওয়ার্ড পয়েন্ট পাওয়া যাবে না। এমনকি নির্দিষ্ট কিছু মার্চেন্ট ট্রানজ্যাকশনের ক্ষেত্রেও এই একই নিয়ম প্রযোজ্য করা হচ্ছে। অর্থাৎ, যে সমস্ত কার্ড আগে রিওয়ার্ড পয়েন্টে যোগ হত, তা এখন সম্পূর্ণ বন্ধ হচ্ছে।

শুধু তাই নয়, আগামী 16 সেপ্টেম্বর থেকে আরো একটি গুরুত্বপূর্ণ নিয়ম আনার পথে হাঁটছে SBI। যারা কার্ড প্রোটেকশন প্ল্যানের গ্রাহক, তাদের স্বয়ংক্রিয়ভাবেই নতুন সংস্করণের প্ল্যানে স্থানান্তরিত করে দেওয়া হবে। আর গ্রাহকদের রিনিউয়াল ডেট অনুযায়ী এই প্রক্রিয়া সম্পন্ন হবে এবং তার অন্তত 24 ঘণ্টা আগে এসএমএস কিংবা ইমেলের মাধ্যমে গ্রাহকদের সতর্কবার্তা দেওয়া হবে।

আরও পড়ুনঃ ‘জীবনের প্রথম প্রেম, প্রথম পুরুষ!’ জয় ব্যানার্জির প্রয়াণে কান্নায় ভেঙে পড়লেন অনন্যা

আগেও বন্ধ হয়েছে একাধিক পরিষেবা

তবে এখানেই শেষ নয়, এসবিআই কার্ড সম্প্রতি একাধিক সুবিধা বন্ধ করে দিয়েছিল। জুলাই-আগস্ট মাসে পরপর দুটি পরিবর্তন আনা হয়েছিল। এর মধ্যে সবথেকে বড় হল অনেক কার্ডে আগে যে বিনামূল্যের এয়ার অ্যাকসিডেন্ট কভার পাওয়া যেত, তা সম্পূর্ণ বন্ধ করা হয়েছে। উল্লেখ্য, সরাসরি SBI Elite ও SBI Prime গ্রাহকদের উপরেই প্রভাব পড়েছে।

Leave a Comment