স্টেশনে প্রসব যন্ত্রণা! ছুরি, চুলের ক্লিপ দিয়েই যা করলেন চিকিৎসক, ধন্য ধন্য করছে সবাই
প্রীতি পোদ্দার, কলকাতা: মাঝ স্টেশনেই প্রসব যন্ত্রণায় চিৎকার এক মহিলার! তড়িঘড়ি দেবদূত হয়ে সাহায্যের জন্য এগিয়ে এলেন মিলিটারি হাসপাতালের চিকিৎসক! অবশেষে কোনো রকমে জোগাড় করা পর্দা, কাঁচি এবং ক্লিপ দিয়ে চিকিৎসকের উপস্থিত বুদ্ধি ও সাহসিকতায় ঝাঁসি স্টেশনে এক কন্যাসন্তানের জন্ম দিলেন ওই মহিলা। গোটা ঘটনায় তাজ্জব সকলে। ঘটনাটি কী? ঘটনসূত্রে জানা গিয়েছে, গত শনিবার, দুপুর … Read more