অপেক্ষা শেষ! দেশে এলো টেসলা EV-র প্রথম সেট, এই দিনই উদ্বোধন হবে প্রথম শোরুম!
বিক্রম ব্যানার্জী, কলকাতা: অবশেষে ভারতে খুলতে চলেছে ইলন মাস্কের বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারী সংস্থা টেসলার (Tesla) প্রথম শোরুম। জানা যাচ্ছে, চিন ও ইউরোপে ইতিমধ্যেই বিক্রি কমেছে টেসলার তৈরি ইভি গাড়িগুলির। তাই এবার ভারতের অটোমোবাইল বাজার দখল করতে একেবারে ঝাঁপিয়ে পড়েছে মাস্কের মালিকানাধীন সংস্থাটি। বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, ইতিমধ্যেই মুম্বইয়ে বান্দ্রা কুর্লার মতো অভিজাত এলাকায় শোরুমের জন্য … Read more