BMC নির্বাচনে এগিয়ে বিজেপি জোট, কংগ্রেস ও ঠাকরে ভাইদের বড় ধাক্কা

Mumbai BMC Election

প্রীতি পোদ্দার, কলকাতা: বৃহন্মুম্বই পুর নিগম নির্বাচনে (Mumbai BMC Election) এবার কে শীর্ষের মুকুট পড়বে তাই নিয়ে সকাল থেকেই বেশ চিন্তার মুখে পড়েছে রাজনৈতিক দলগুলি। আজই মুম্বইয়ের ২৯টি পুরসভার নির্বাচনের ফলাফল প্রকাশিত হতে চলেছে। সকাল ১০ টা থেকে শুরু হতে চলেছে ভোটগণনা। অর্থাৎ আজই বৃহন্মুম্বই পুরসভা সহ রাজ্যের বিভিন্ন পুরসভায় মোট ১৫,৯৩১ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে।

বৃহন্মুম্বইয়ে এগিয়ে বিজেপি-শিন্ডে সেনা!

উল্লেখ্য, পুরসভা নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছিল গতকাল অর্থাৎ বৃহস্পতিবার। ছয় বছরেরও বেশি সময় পর মোট ২৯টি পুরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। কারণ অধিকাংশ পুরসভার মেয়াদ ২০২০ থেকে ২০২৩ সালের মধ্যে শেষ হয়ে গিয়েছিল। আজ সেই নির্বাচনের ফলপ্রকাশ। এদিকে বিএমসি নির্বাচনে বিজেপি-নেতৃত্বাধীন মহায্যুতি জোটের সঙ্গে উদ্ধব ঠাকরে ও রাজ ঠাকরের নেতৃত্বাধীন শিবিরের সরাসরি মোকাবিলা চলছে জোরকদমে। শেষ আপডেট অনুযায়ী, বিজেপি ৫৩৫টি ওয়ার্ডে এগিয়ে রয়েছে, যেখানে মিত্র শিবসেনা ১৭০টি ওয়ার্ডে এগিয়ে রয়েছে। প্রাথমিক ফলাফল অনুসারে, বিজেপি নেতৃত্বাধীন জোট বৃহন্নুম্বাই পৌর কর্পোরেশনের (বিএমসি) ৬২টি ওয়ার্ডে এগিয়ে রয়েছে। ঠাকরে ভাইয়েরা একসাথে ৩৯টি ওয়ার্ডে এগিয়ে।

কী বলছে বুথ ফেরত সমীক্ষা?

বৃহন্মুম্বই পুর নিগম নির্বাচনের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, বিজেপি-শিবসেনা জোট সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে। এশিয়ার সবচেয়ে ধনী এই পুর সংস্থায় মহাজুটি ১৩০টির বেশি ওয়ার্ড দখল করবে বলে এমনই আশঙ্কা করা হচ্ছে। অ্যাক্সিস মাই ইন্ডিয়া ১৩১-১৫১টি আসন এবং জেভিসি ১৩৮টি ওয়ার্ডের কথা বলেছে। এমনকি অন্যান্য সমীক্ষকেরাও বিজেপি-শিবসেনার বিপুল জয়ের ইঙ্গিত দিয়েছেন। সকলেই আশঙ্কা করছে, বিজেপি-নেতৃত্বাধীন মহায্যুতি জোটটি ১৩২টি ওয়ার্ড পাচ্ছে। উদ্ধব সেনা-এমএনএস জোট ৬৫টি ওয়ার্ড পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে, এবং কংগ্রেস সহ জোটদের জন্য মোট ২০টি ওয়ার্ড পাওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: নিপা ভাইরাসকে রুখতে মানতেই হবে এই নিয়ম, কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ সরকারের

প্রসঙ্গত, যদি সমীক্ষার পরিসংখ্যান সত্যি হয়, তাহলে বৃহন্মুম্বই পুর নিগম (বিএমসি) নির্বাচনে বিজেপি এবং শিন্ডে-নেতৃত্বাধীন শিবসেনার জোট এক উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। কারণ বিএমসি জয় শুধু পুর প্রশাসনেই নয়, দেশের আর্থিক রাজধানী মুম্বইয়ে রাজনৈতিক প্রভাব বিস্তারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ যেসব পুরসভার ভোটগণনা চলছে, তার মধ্যে উল্লেখযোগ্য মুম্বই, পুণে, পিম্পরি-চিঞ্চওয়াড়, থানে, নাগপুর, নাসিক, ছত্রপতি সম্ভাজিনগর, নাভি মুম্বই, ভাসাই-ভিরার, কল্যাণ ডম্বিভলি, মীরা-ভাইন্দর, ভিওয়ান্ডি-নিজামপুর, পনভেল, সোলাপুর, অমরাবতী, জলগাঁও। এখন দেখার পালা মহারাষ্ট্রে জয়ের ধ্বজা ওড়ায় কোন দল।

Leave a Comment