পাকিস্তানের ছোঁড়া চিনা PL-15E মিসাইল পড়েছিল দেশে, এবার সেটির প্রযুক্তি ফাঁস করবে ভারত
সৌভিক মুখার্জী, কলকাতা: মে মাসে পাকিস্তানের উপর চালানো ভারতের অপারেশন সিঁদুরের সময় উদ্ধার হওয়া চিনা PL-15E মিসাইলের (PL-15E Missile) ধ্বংসাবশেষ এবার ভারত হস্তান্তর করতে চলেছে এক বন্ধু রাষ্ট্রকে। হ্যাঁ, এই সিদ্ধান্তকে ঘিরে গোটা প্রতিরক্ষা মহল নড়েচড়ে বসেছে। সূত্রের খবর, ভারতের প্রতিরক্ষা সংস্থা DRDO এই ক্ষেপণাস্ত্রের আটটি ধ্বংসাবশেষ উদ্ধার করেছে, যার মধ্যে প্রায় দুটি অক্ষত অবস্থাতেই রয়েছে। … Read more