টেস্টে বিশ্বজয় করে কত পেল দক্ষিণ আফ্রিকা, অজিদের হাতে ক কোটি? ভারতও পেল প্রাইজ মানি
বিক্রম ব্যানার্জী, কলকাতা: শনিবারই কেটেছে শনির দশা। লর্ডসেই ক্রিকেটের সুপার পাওয়ার হিসেবে খ্যাত অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (WTC 2025) জয় নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। সেই সাথেই ঘুঁচেছে দীর্ঘদিন ধরে গায়ে সেঁটে থাকা চোকার্স তকমাও। তবে টেস্টে চোকার্সদের বিশ্বজয়ের মাঝেই মন ভেঙেছে অজিদের। যদিও রানার্স আপ হয়েও মোটা অঙ্কের অর্থ ঢুকেছে অস্ট্রেলিয়ার ঘরে। এদিকে … Read more