হাওড়া থেকে পুরুলিয়া যাওয়া আরও সহজ! নয়া ট্রেনের সময়, স্টপেজ ও ভাড়া জানাল পূর্ব রেল
বিক্রম ব্যানার্জী, কলকাতা: অবশেষে মিটেছে অপেক্ষা। গত শনিবার রেলমন্ত্রী ঐশ্বিনী বৈষ্ণবের হাত ধরে পুরুলিয়া-হাওড়া ভায়া মসাগ্রাম মেমু প্যাসেঞ্জার ট্রেনের উদ্বোধন হয়। আর তার পর পরই ট্রেনটির অফিসিয়াল টাইম টেবিল (Purulia Howrah Train Time) প্রকাশ করেছে পূর্ব রেল। রেলের তরফে প্রকাশিত সময়সূচি মেনেই গতকাল থেকে নিয়মিত যাত্রা শুরু করেছে হাওড়া-পুরুলিয়া ভায়া মসাগ্রাম মেমু প্যাসেঞ্জার। পূর্ব রেলের … Read more