পন্থকে দিল্লি ডেকে চাপ! ৪ আধিকারিককে সাসপেন্ড করার সময়সীমা বেঁধে দিল নির্বাচন কমিশন
Election Commission প্রীতি পোদ্দার, কলকাতা: সম্প্রতি ভোটার তালিকায় নাম নথিভুক্তকরণে কারচুপির অভিযোগ উঠে এসেছিল ৪ সরকারি আধিকারিকের বিরুদ্ধে। তাঁরা হলেন বারুইপুর পূর্ব ১৩৭ নম্বর বিধানসভা কেন্দ্রের ERO দেবোত্তম দত্ত চৌধুরী, সহকারী AERO তথাগত মণ্ডল, ময়নার ERO বিপ্লব সরকার, AERO সুদীপ্ত দাস এই ৪ আধিকারিককে সাসপেন্ড করে তাঁদের বিরুদ্ধে FIR দায়েরের নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। এছাড়াও … Read more