গুটখাখোরদের দাপটে লাল হয়ে যাচ্ছে ঝাঁ চকচকে মেট্রো স্টেশন! এবার শায়েস্তা করবে কর্তৃপক্ষ
সহেলি মিত্র, কলকাতাঃ পান, গুটখা-র পিকে রেল স্টেশন চত্ত্বর হামেশাই নোংরা হয়। এ তো চেনা দৃশ্যই সকলের কাছে। বারবার রেলের তরফে যাত্রীদের সচেতন করা হলেও কেউ যে কানে কথা তুলছেন না তা রোজকার এই ছবি দেখলেই স্পষ্ট হয়ে যায়। কিন্তু এবার এই একই দৃশ্য দেখা গেল মেট্রো স্টেশনেও। আর যা নিয়ে বেজায় বিরক্ত মেট্রো রেল … Read more