২৪ ঘণ্টায় আলিপুর চিড়িয়াখানায় মৃত্যু ২ বাঘিনীর! কী কারণে? চলছে তদন্ত
Alipore Zoo সৌভিক মুখার্জী, কলকাতা: মাত্র 24 ঘণ্টার মধ্যেই কলকাতার আলিপুর চিড়িয়াখানায় (Alipore Zoo) মারা গেল দুই বাঘিনী। ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই প্রবল উদ্বেগ সৃষ্টি হয়েছে পশু প্রেমিদের মধ্যে। জানা যাচ্ছে, একটির নাম ছিল রুপা যার বয়স 21 বছর, আর অন্যটির নাম ছিল পায়েল যার বয়স 17। চিড়িয়াখানার অন্দরমহলের সূত্রে খবর, দুজনেই দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন … Read more