সৌভিক মুখার্জী, কলকাতা: জাতীয় সড়কে নিত্য যাতায়াতকারীদের জন্য এবার বড় সুখবর। কারণ, জাতীয় সড়ক কর্তৃপক্ষ NHAI গাড়ির জন্য FASTag ইস্যুর ক্ষেত্রে এবার নো ইয়োর ভেহিকেল (KYV) প্রক্রিয়া বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে (FASTag New Rules)। হ্যাঁ, বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক। নতুন নিয়ম অনুযায়ী, ১ ফেব্রুয়ারি থেকে কার, জিপ বা ভ্যান ক্যাটাগরির নতুন FASTag এর ক্ষেত্রে আর কোনও KYV বাধ্যতামূলক করা যাবে না। এই সিদ্ধান্তের ফলে FASTag অ্যাকটিভেশনের পর দীর্ঘদিন ধরে ভোগান্তিতে পড়া অসংখ্য গ্রাহক স্বস্তি হবে বলে মনে করা হচ্ছে।
কেন গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্ত?
আসলে এতদিন FASTag চালু হওয়ার পর অনেক গাড়ি চালককে বারবার ডকুমেন্ট জমা দিতে হত, এবং ব্যাঙ্ক ও কাস্টমার কেয়ারে ঘুরতে হত। আর KYV সম্পন্ন না হওয়ার কারণে FASTag ব্লক বা নিষ্ক্রিয় হয়ে যেত। সেই সমস্যার স্থায়ী সমাধান করতেই NHAI বড় উদ্যোগ গ্রহণ করেছে। NHAI এর তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে, সাধারণ পরিস্থিতিতে নতুন বা পুরনো যে কোনও গাড়ির FASTag এর জন্য আর KYV লাগবে না। শুধুমাত্র বিশেষ অভিযোগ আসলে KYV প্রক্রিয়া শুরু হবে। যেমন FASTag স্লো হয়ে যাওয়ার অভিযোগ বা FASTag অপব্যবহার ইত্যাদি।
আরও পড়ুন: ব্যান্ডেল ও কাটোয়াতেও স্টপেজ বন্দে ভারত স্লিপারের, রেলের তরফে মিলল বড় আপডেট
যদিও গ্রাহকদের জন্য প্রক্রিয়া সহজ করা হয়েছেম কিন্তু একইসঙ্গে Issuer ব্যাঙ্কের জন্য নিয়ম আরও জোরদার করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, FASTag অ্যাক্টিভেশনের আগে VAHAN ডেটাবেসের মাধ্যমে গাড়ির তথ্য যাচাই করতে হবে, এবং আগের মতো অ্যাকটিভেশনের পর যাচাই করার সুযোগ আর দেওয়া হবে না। পাশাপাশি যদি কোনও গাড়ির তথ্য VAHAN-এ না থাকে, তাহলে ব্যাঙ্কে গাড়ি রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেখে যাচাই করতে হবে।
আরও পড়ুন: উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষকদের মাথায় বাজ! জারি কড়া বিজ্ঞপ্তি
অনলাইনে FASTag কেনার ক্ষেত্রেও নতুন নিয়ম
এদিকে অনলাইনে কেনা FASTag এখন সম্পূর্ণ যাচাই শেষ না হলে অ্যাকটিভ হবে না। পাশাপাশি ব্যাঙ্ক সমস্ত তথ্য যাচাই করার পরে FASTag চালু করতে পারবে। আর সরকারের মতে, এতে ভবিষ্যতে গ্রাহকদের বারবার ফোন বা মেসেজের মুখোমুখি হতে হবে না। এক কথায়, গ্রাহকরা এই নতুন নিয়মের ফলে প্রচুর উপকৃত হবে।