ICC-র এক বার্তাই যেন মন্ত্র, বিশ্বকাপ খেলতে মাথা নোয়াল বাংলাদেশ!

Bangladesh Cricket Board wants to play ICC T20 World Cup

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দল পাঠাবে না বলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলর কাছে অনুরোধ রেখেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (Bangladesh Cricket Board)। ভারত থেকে বিশ্বকাপের ম্যাচগুলি অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ারও আর্জি জানিয়েছিল তারা। তবে শোনা যায়, বাংলাদেশের সেই আবেদনে সায় দেয়নি ICC। বদলে বিশ্ব ক্রিকেট সংস্থার তরফে কড়া ভাষায় জানানো হয়েছে, মুস্তাফিজুর রহমানরা ভারতে বিশ্বকাপ খেলতে না আসলে তাদের পয়েন্ট কাটা যাবে। এ কথা অবশ্য স্বীকার করছে না বাংলাদেশ। তবে জয় শাহদের নির্দেশের পরই সুর নরম করলো ওপার বাংলার বোর্ড।

বিশ্বকাপ খেলতে গঠনমূলক আলোচনা চাইছে বাংলাদেশ

একাধিক রিপোর্ট অনুযায়ী, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে ইমেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছিল তাদের ম্যাচগুলি শ্রীলঙ্কায় আয়োজন করা হোক। এও জানা যায়, ICC র সাথে একটি ভার্চুয়াল বৈঠক হয়েছিল ওপার বাংলার ক্রিকেট বোর্ড কর্তাদের। সেখানে ICC অবশ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ভারতে খেলতে আসার কথা জানিয়েছে। সেটা না করলে পয়েন্ট কাটার বিষয়টিও স্পষ্টভাবে জানানো হয়েছে তাদের।

অবশ্যই পড়ুন: পাল্টা জবাব, ভারতীয় সংস্থার স্পনসরশিপ হারালেন বাংলাদেশের ক্রিকেটাররা!

যদিও এমন বক্তব্য মানতে চাইছে না, বাংলাদেশ বোর্ড। ওপারের ক্রিকেট বোর্ডের তরফে জানানো হচ্ছে, বিশ্বকাপে যোগ দেওয়ার বিষয়টি নিয়ে বোর্ড আলোচনার মাধ্যমে একটি বাস্তবসম্মত সমাধানে পৌঁছতে চায়। এর জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সঙ্গে পেশাদারীভাবে এবং গঠনমূলক আলোচনা চায় তারা। শুধু তাই নয়, একাধিক সংবাদমাধ্যমের যে দাবি অর্থাৎ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আলটিমেটাম বা চূড়ান্ত বার্তা দিয়েছে সেটা নাকি সম্পূর্ণ ভুল। বরং ICC গোটা বিষয়টি বিবেচনা করে দেখার কথা জানিয়েছে।

অবশ্যই পড়ুন: ৮ জেলায় অ্যালার্ট! দক্ষিণবঙ্গে আর কতদিন এমন ঠান্ডা? জানাল আবহাওয়া দফতর

তবে এমন দাবি করলেও, ভারতে খেলবো না খেলবো না দাবি থেকে এখন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নির্দেশ শুনে কীভাবে বিশ্বকাপে অংশগ্রহণ করা যায় সেই পথই খুঁজছে পদ্মা পাড়ের বোর্ড। বেশ কয়েকটি সূত্র দাবি করছে, বাংলাদেশ বোর্ড আসলে বিশ্বকাপে অংশগ্রহণের প্রক্রিয়াটি মসৃণ করতে চায়। মূলত সে কারণেই ICC কড়া জবাব দিতেই বিশ্বকাপ খেলার জন্য সুর নরম করে একপ্রকার মাথানত করলো তারা!

1 thought on “ICC-র এক বার্তাই যেন মন্ত্র, বিশ্বকাপ খেলতে মাথা নোয়াল বাংলাদেশ!”

  1. Alright mate, 7gbet’s got a decent selection. Been having a bit of a punt there myself. Nothing too crazy mind you, just a bit of fun. Worth a look if you’re after a new spot. Check it out here: 7gbet

    Reply

Leave a Reply to 7gbet Cancel reply