LPG থেকে UPI, ব্যাঙ্ক! ১ নভেম্বর থেকে বদলে যাচ্ছে এই ৬ নিয়ম

November Rules Change

সহেলি মিত্র, কলকাতাঃ নভেম্বর মাস পড়তে আর হাতেগোনা কয়েকটা দিন বাকি। ইতিমধ্যে আসন্ন এই নতুন মাস নিয়ে শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন। এদিকে নতুন মাস মানেই হল একগুচ্ছ নতুন নিয়ম লাগু (November Rules Change) হওয়া। নভেম্বর মাসেও এর ব্যতিক্রম ঘটবে না। আর নতুন মাসে যে পরিবর্তনগুলি ঘটবে সেগুলির সরাসরি প্রভাব কিন্তু আপনার পকেটে পড়বে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। সামনের মাসে LPG, UPI থেকে শুরু করে ব্যাঙ্কিং সহ আরও নানা নিয়মে বদলে ঘটবে। তাহলে চলুন জেনে নেবেন বিশদে।

১) গ্যাস সিলিন্ডারের দাম

মাসের প্রথম দিন একটি জিনিস জানার জন্য মুখিয়ে থাকেন সাধারণ মানুষ, আর সেটা হল ঘরোয়া এবং বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বাড়ল না কমল। প্রতি মাসের মতো ১ নভেম্বর থেকে এলপিজি, সিএনজি এবং পিএনজির দাম পরিবর্তিত হতে পারে। ১৪ কেজির ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম কমবে বলে আশা করা হচ্ছে, অন্যদিকে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বাড়তে বা কমতে পারে বলে মনে করা হচ্ছে।

২) মিউচুয়াল ফান্ড

মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেছেন বা করবেন বলে ভাবছেন? তাহলে জানিয়ে রাখি, সেবি সম্প্রতি মিউচুয়াল ফান্ডের জন্য কঠোর নিয়মকানুন কার্যকর করেছে। সম্পদ ব্যবস্থাপনা কোম্পানিগুলিকে (এএমসি) এখন মনোনীত ব্যক্তি বা আত্মীয়দের মাধ্যমে ১৫ লক্ষ টাকার বেশি লেনদেনের বিষয়ে কমপ্লায়েন্স অফিসারের কাছে রিপোর্ট করতে হবে। আর এই নয়া নিয়ম লাগু হবে নভেম্বর, ২০২৫ থেকে।

৩) SBI Card

আপনার কাছেও যদি এসবিআই ক্রেডিট কার্ড থেকে তাহলে জানিয়ে রাখি, নিয়মে কিছু পরিবর্তন আনা হয়েছে। ১ নভেম্বর থেকে, অসুরক্ষিত ক্রেডিট কার্ডের জন্য ৩.৭৫% হারে চার্জ করা হবে। এসবিআই কার্ড-এর তরফে জানানো হয়েছে যে ক্রেডিট, চেক এবং মোবিকুইকের মতো তৃতীয় পক্ষের অ্যাপের মাধ্যমে করা এডুকেশন সংক্রান্ত পেমেন্টের জন্য এখন লেনদেনের পরিমাণের ১% হারে চার্জ করা হবে। তবে, এসবিআই কার্ড স্পষ্ট করে জানিয়েছে যে এই ফি তাদের অফিসিয়াল ওয়েবসাইট বা অন-সাইট পিওএস মেশিনের মাধ্যমে স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে সরাসরি করা পেমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

৪) ব্যাঙ্ক নমিনি নিয়ম

এখনও পর্যন্ত, ব্যাংক অ্যাকাউন্ট বা লকারে কেবল একজন বা দুজন মনোনীত ব্যক্তির বিকল্প ছিল। তবে, নতুন নিয়ম অনুসারে, গ্রাহকরা এখন একসঙ্গে বা ধাপে ধাপে সর্বোচ্চ চারজন মনোনীত করতে পারবেন। এর অর্থ হল আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট বা লকার আইটেমের জন্য একাধিক ব্যক্তিকে মনোনীত করতে পারেন। ভবিষ্যতের যেকোনো জরুরি পরিস্থিতিতে ক্লেইম প্রক্রিয়াটি সহজতর হবে।

৫) নতুন আইটি নিয়ম

নতুন মাস থেকে আইটি সংক্রান্ত নিয়মেও বদল ঘটতে চলেছে। ইন্টারনেটে অবৈধ কন্টেন্ট অপসারণের প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার জন্য, কেন্দ্রীয় সরকার তথ্য প্রযুক্তি বিধি, ২০২১-এ প্রয়োজনীয় সংশোধনী এনেছে। এই সংশোধিত নিয়মগুলি ১ নভেম্বর, ২০২৫ থেকে কার্যকর হবে।

৬) UPI-এর নিয়মে বদল

ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) UPI সেটেলমেন্ট সিস্টেমে একটি বড় পরিবর্তন এনেছে। ৩রা নভেম্বর থেকে, অনুমোদিত এবং বিরোধ নিষ্পত্তি পৃথক করা হবে। NPCI জানিয়েছে যে এই পদক্ষেপ পেমেন্ট সিস্টেমের কার্যকারিতা আরও উন্নত করবে এবং দৈনিক সেটেলমেন্টের সময়মত সম্পন্ন করা নিশ্চিত করবে।

Leave a Comment