LPG-র দাম থেকে PAN, ফিক্সড ডিপোজিট! ১ জানুয়ারি থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম

January Month New Rules

সৌভিক মুখার্জী, কলকাতা: ২০২৫ প্রায় শেষের পথে। আর হাতে গোনা কয়েকটা দিন বাকি। তবে নতুন বছর আর নতুন মাস মানেই একগুচ্ছ নিয়মে বদল। সেই মতোই জানুয়ারি মাসে পরিবর্তন হচ্ছে একাধিক নিয়ম (January Month New Rules)। হ্যাঁ, এলপিজি-র দাম থেকে শুরু করে নতুন আয়কর আইন, অষ্টম বেতন কমিশন, এমনকি কৃষকদের জন্য আসছে একাধিক পরিবর্তন। বিস্তারিত জানতে হলে পূরণ প্রতিবেদনটি।

প্যান ও আধার লিঙ্ক

আয়কর দফতরের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, প্যান এবং আধার লিঙ্ক করার সময়সীমা ডিসেম্বর মাসের ৩১ তারিখে শেষ হচ্ছে। আর নির্ধারিত সময়ের মধ্যে যদি লিঙ্ক না করা হয়, তাহলে জানুয়ারি থেকে প্যান নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। এমনকি পরে ১০০০ টাকা ফাইন গুনতে হবে। আর যদি প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যায়, তাহলে আয়কর ফাইল রিটার্ন থেকে শুরু করে ব্যাঙ্কিং পরিষেবা, সবকিছুই আটকে যাবে।

এলপিজি সিলিন্ডারের দাম

প্রতি মাসের শুরুতেই এলপিজি সিলিন্ডারের দাম পুনঃনির্ধারণ করা হয়। সেই সূত্রে জানুয়ারি মাসের শুরুতেও হয়তো এলপিজি সিলিন্ডারের দাম পুনঃনির্ধারণ করা হবে। সেক্ষেত্রে বাড়তেও পারে, কমতেও পারে। তবে এখনই বলা যাচ্ছে না। ডিসেম্বর মাসে বাণিজ্যিক সিলিন্ডারের দাম কিছুটা কমেছিল। এখন দেখার জানুয়ারি মাসে কী হয়।

অষ্টম বেতন কমিশন

কেন্দ্র সরকারের সপ্তম বেতন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩০ ডিসেম্বর, ২০২৫। তাই মনে করা হচ্ছে, ১ জানুয়ারি থেকেই অষ্টম বেতন কমিশন কার্যকর হবে। কিন্তু সেক্ষেত্রে বাস্তবায়ন হতে কিছুটা সময় লাগতে পারে বলেও খবর।

বাড়তে পারে গাড়ির দাম

২০২৬ এর জানুয়ারি মাসে নিশান থেকে শুরু করে  বিএমডব্লিউ, এমজি মোটর, রেনল্ট সংস্থাগুলি গাড়ির দাম বাড়ানোর ঘোষণা করেছে। এমনকি ৩০০০ টাকা থেকে শুরু করে ৩ শতাংশ পর্যন্ত দাম বাড়তে পারে। এছাড়া টাটা মোটরস ও হোন্ডা ইতিমধ্যে মূল্য বৃদ্ধির ইঙ্গিত দিয়েছে।

আরও পড়ুন: এইট পাসে সুদ ছাড়াই মিলবে ৫ লক্ষ টাকা ঋণ, দারুণ প্রকল্প রাজ্য সরকারের

এফডি ও ঋণে সুদের হারে পরিবর্তন

ভারতীয় স্টেট ব্যাঙ্ক থেকে শুরু করে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, এচডিএফ সহ একাধিক ব্যাঙ্ক সুদের হারের কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এমনকি ফিক্সড ডিপোজিটে সুদের হারে বদল আসতে পারে বলে অনুমান করা হচ্ছে।

সিএনজি ও পিএনজির দাম

আগামী বছরের ১ জানুয়ারি থেকে সিএনজি, পিএনজি এবং বিমান জ্বালানির দাম কিছুটা সংশোধন হতে পারে। আর জ্বালানির দাম যদি পরিবর্তন হয়, তাহলে বিমান যাত্রার ক্ষেত্রেও কিছুটা প্রভাব পড়তে পারে।

নতুন আয়কর আইন

কেন্দ্রীয় সরকারের নতুন আয়কর আইন কার্যকর হচ্ছে ২০২৬-২৭ অর্থবর্ষ থেকে। কিন্তু জানুয়ারি মাস থেকে নতুন আইটিআর ফর্ম এবং নিয়মাবলী জানানো হবে। এতে কর ব্যবস্থা আরও স্বচ্ছ হবে এবং সহজ হবে বলে অনুমান করা হচ্ছে।

ইউপিআই, সিমে একাধিক নতুন নিয়ম

ডিজিটাল জালিয়াতি এড়ানোর জন্য ইউপিআই লেনদেন এবং সিম যাচাইকরণে এবার আরও কঠোর করা হচ্ছে নিয়ম। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম থেকে শুরু করে বিভিন্ন মেসেজিং অ্যাপের মাধ্যমে প্রতারণা ঠেকাতে নতুন নিয়ম কার্যকর করা হতে পারে ১ জানুয়ারি থেকে।

আরও পড়ুন: ২০০৪-এ মাধ্যমিক পাস, কত সম্পত্তির মালিক পার্ণো মিত্র?

কৃষকদের জন্য নতুন নিয়ম

আগামী ১ জানুয়ারি থেকে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা প্রকল্পে কিছু নতুন নিয়ম চালু হতে পারে। হ্যাঁ, রাজ্যে ইউনিক ফার্মার আইডি বাধ্যতামূলক করা হবে। এছাড়া ফসল বীমা প্রকল্পে বন্যপ্রাণের ক্ষতির রিপোর্ট ৭২ ঘণ্টার মধ্যে জানালে ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ থাকবে বলে জানানো হয়েছে।

Leave a Comment