ইন্ডিয়া হুড ডেস্ক: ভোট উৎসব চলছে গোটা দেশজুড়ে। তাই প্রতিটা মুহূর্ত খুব দামী সকল ভোট প্রার্থীদের কাছে। আর তার সঙ্গে নজর কাড়ছে ভোট প্রার্থীদের মনোনয়ন পত্র। গতকাল অর্থাৎ মঙ্গলবার বারাণসী কেন্দ্র থেকে মনোনয়ন জমা করলেন নরেন্দ্র মোদী। এদিন দশাশ্বমেধ ঘাটে গঙ্গাপুজো করে পৌঁছন কালভৈরব মন্দিরে। এরপর আরতির পর তিনি পৌঁছন জেলাশাসকের দফতরে। সেখানে একাধিক বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীকে সঙ্গে তিনি মনোনয়ন পত্র জমা করেন। আর প্রধানমন্ত্রীর এই মনোনয়ন পত্রকে ঘিরেই নানা কৌতূহল জাগছে জনসাধারণের মনে। প্রশ্ন জাগছে কত কোটির সম্পত্তির অধিকারী দেশের প্রধানমন্ত্রী।
বিগত বছরের সম্পত্তির পরিমাণ
২০১৯ সালের হলফনামা অনুযায়ী জানা গিয়েছে, মোদীর অস্থাবর সম্পত্তির পরিমাণ ছিল ১ কোটি ৪১ লাখ টাকা। এবং স্থাবর সম্পত্তি ছিল ১ কোটি ১ লাখ টাকা। NSC সার্টিফিকেট ছিল ৭ লাখ ৬১ হাজার টাকার এবং LIC ছিল ১ লাখ ৯০ হাজার টাকার। অন্যদিকে ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মোট সম্পত্তির পরিমাণ ছিল ১ কোটি ৬৫ লাখ টাকা। তবে বর্তমানের সম্পত্তির পরিমাণে চোখ ধাঁধিয়ে গেছে গোটা দেশবাসীর।
বর্তমানে সম্পত্তির পরিমাণ
গতকাল মনোনয়ন পত্রে নরেন্দ্র মোদির হলফনামা অনুযায়ী জানা গিয়েছে, তাঁর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ৩ কোটি ২ লাখ টাকা। এই মুহূর্তে নগদ রয়েছে ৫২ হাজার ৯২০ টাকা। STATE BANK OF INDIA তে প্রধানমন্ত্রীর দুটি অ্যাকাউন্ট রয়েছে। একটি গান্ধীনগর এবং অপরটি বারাণসীতে। SBI-এর গান্ধীনগর ব্রাঞ্চে রয়েছে ৭৩ হাজার ৩০৪ টাকা। বারাণসী ব্রাঞ্চে রয়েছে ৭ হাজার টাকা। ফিক্সড ডিপোজিট রয়েছে ২ কোটি ৮৫ লাখ ৬০ হাজার ৩৩৮ টাকা। পাশাপাশি নরেন্দ্র মোদীর রয়েছে ২ লাখ ৬৭ হাজার ৭৫০ টাকার চারটি সোনার আংটি।
আরও পড়ুনঃ DA নয়, এবার এতটা বাড়বে বেতন! ভোট মিটলেই বড় ঘোষণা করতে পারে রাজ্য সরকার
তাঁর না আছে কোনও বাড়ি, না গাড়ি এমনকী কোনও জমিও নেই। সবমিলিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ৩ কোটি ২ লাখ ৬ হাজার ৮৮৯ টাকা। জানা গিয়েছে তাঁর কোনও স্থাবর সম্পত্তি নেই। হিসাবের পরিসংখ্যান খতিয়ে দেখলে বোঝা যায় যে বিগত ১০ বছরে প্রায় ১ কোটি ৩৭ লাখ ৬ হাজার ৮৮৯ টাকা সম্পত্তি বেড়েছে প্রধানমন্ত্রীর। প্রসঙ্গত, বারাণসীকে কেন্দ্র থেকে তৃতীয়বারের জন্য জয় নিয়ে সম্পূর্ণ আশাবাদী তিনি। এমনকি প্রধানমন্ত্রীর কুর্সিতে বসা নিয়েও বেশ আত্মবিশ্বাসী। এবার দেখার বিষয় জনগণের রায়ের।