PAN Card 2.0-র জন্য কীভাবে আবেদন করবেন? রইল স্টেপ বাই স্টেপ প্রসেস

সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতীয় নাগরিকদের কাছে আধার কার্ডের পাশাপাশি প্যান কার্ডের গুরুত্বও অপরিসীম। আয়কর দাখিল থেকে শুরু করে ব্যাঙ্কের লেনদেন বা যেকোনো আর্থিক পরিষেবার ক্ষেত্রে প্যান কার্ড প্রয়োজন পড়ে। তবে এবার সেই পরিচিত 10 অক্ষরের আলফানিউমেরিক নম্বারটি নতুন রূপে আসছে Pan Card 2.0 নামে। 

শুধু নাম নয়, বরং এই নতুন সংস্করণে যুক্ত হচ্ছে প্রযুক্তিগত সুরক্ষা এবং দ্রুত পরিষেবার নতুন নতুন সুবিধা। তো চলুন জেনে নেওয়া যাক, প্যান কার্ড 2.0-র জন্য কীভাবে আবেদন করবেন, কী কী ডকুমেন্ট লাগবে এবং এই কার্ডটি নেওয়া কেন বাধ্যতামূলক, সেই সম্পর্কে তথ্য।

প্যান কার্ড 2.0 কী?

প্যান কার্ড 2.0 হল পুরনো প্যান কার্ডের একটি ডিজিটাল সংস্করণ, যা ব্যবহারকারীদের আরও উন্নত অভিজ্ঞতা প্রদান করবে। জানা যাচ্ছে, 2017-18 সালে চালু হওয়া কিউআর কোড ব্যবস্থা শক্তিশালী করা হচ্ছে এই কার্ডে, যার মাধ্যমে তথ্য যাচাই আরও সহজ হবে।

পাশাপাশি এবার থেকে PAN Data Vault System যুক্ত থাকবে, যাতে ব্যাঙ্ক থেকে শুরু করে সরকার বা আর্থিক সংস্থাগুলি নিরাপদে প্যান কার্ডের সমস্ত তথ্য ব্যবহার করতে পারে। আর এই উদ্যোগের মূল লক্ষ্য—শুধুমাত্র একটি উৎস থেকেই তথ্য প্রদান করা এবং করদাতাদের সুরক্ষা দেওয়া।

পুরনো প্যান কার্ড কী বাতিল হয়ে যাবে?

এখন অনেকের মনেই প্রশ্ন আসতে পারে যে, নতুন প্যান কার্ড 2.0-র জন্য কি পুরনো প্যান কার্ড বাতিল হয়ে যাবে? তবে সহজ উত্তর হল—না। কারণ, পুরনো প্যান কার্ডও আগের মতোই বৈধ থাকবে এবং এই প্যান কার্ড দিয়েও সমস্ত আর্থিক লেনদেন করা যাবে। তবে ইচ্ছুক ব্যক্তিরা চাইলে আপডেট করে প্যান কার্ড 2.0 নিতে পারে।

প্যান কার্ড 2.0-র জন্য কীভাবে আবেদন করবেন?

প্যান কার্ড 2.0 পেতে গেলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য নিন্মলিখিত ধাপগুলি অনুসরণ করুন—

  • প্রথমে NSDL-র অফিসিয়াল ওয়েবসাইটে যান।
  • এরপর নিজের প্যান নম্বর, জন্ম তারিখ এবং আধারের তথ্য দিন। 
  • এরপর তথ্য যাচাই করে সাবমিট বাটনে ক্লিক করুন। 
  • এরপর ওটিপি’র মাধ্যমে তথ্য যাচাই করুন। 
  • এরপর পেমেন্ট অপশন বেছে নিন এবং অনলাইনের মাধ্যমে ফি প্রদান করুন। 
  • বলে রাখি, 30 দিনের মধ্যে আবেদন করলে তিনবার পর্যন্ত বিনামূল্যে এই প্যান কার্ড ডাউনলোড করতে পারবেন। এরপর প্রতি বার আবেদন করার জন্য 8.26 টাকা ফি দিতে হবে।

আরও পড়ুনঃ DA বেড়ে হতে পারে ৫৮%, বিরাট আপডেট সরকারি কর্মীদের জন্য

কী কী ডকুমেন্ট লাগবে?

বেশ কয়েকটি সূত্র খতিয়ে জানা গেল, প্যান কার্ড 2.0-র জন্য পরিচয়ের প্রমাণপত্র হিসেবে আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স বা ভোটার আইডি কার্ডের মধ্যে যেকোনো একটি দরকার পড়ে। ঠিকানার প্রমাণপত্র হিসেবে সাম্প্রতিক ব্যাঙ্ক স্টেটমেন্ট, বৈধ ভাড়ার চুক্তিপত্র, বিদ্যুৎ, গ্যাস বা জলের বিল এবং আধার কার্ডের মধ্যে যেকোনো একটি লাগে। পাশাপাশি জন্ম তারিখের প্রমাণপত্র হিসেবে জন্ম শংসাপত্র, স্কুল ছাড়পত্র বা পাসপোর্টের মধ্যে যেকোনো একটি দরকার পড়ে।

Leave a Comment