PVC আধার কার্ডের ফি বাড়াল UIDAI

PVC Aadhaar Card

সহেলি মিত্র, কলকাতা: আপনিও কি নতুন করে আধার কার্ড তৈরী করার কথা ভাবছেন? তাহলে আপনার জন্য রইল জরুরি খবর। আসলে UIDAI জানুয়ারি ২০২৬ থেকে PVC আধার কার্ডের (PVC Aadhaar Card) ফি বাড়িয়েছে। আগে এটিএম-এর মতো দেখতে প্লাস্টিকের আধার কার্ডের ফি ছিল ৫০ টাকা। এখন সেই দাম বেড়েছে। পিভিসি কার্ডের জন্য এখন লোকেদের বেশি টাকা গুনতে হবে। জানা গিয়েছে, নতুন দাম ১ জানুয়ারি, ২০২৬ থেকে কার্যকর হয়েছে। তবে, অর্ডার করার প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হয়নি।

PVC আধার কার্ডের ফি বাড়াল UIDAI

আধার পিভিসি কার্ডগুলি অনলাইনে myAadhaar পোর্টাল বা mAadhaar অ্যাপের মাধ্যমে অর্ডার করা যেতে পারে। আপনার যা দরকার তা হল আপনার আধার নম্বর। অনলাইনে অর্ডার করার পরে, কার্ডটি স্পিড পোস্টের মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছে যাবে। মনে রাখবেন যে আধার পিভিসি কার্ডটি আধার কার্ডে প্রদত্ত ঠিকানায় পাঠানো হবে। UIDAI আধার পিভিসি কার্ডের ফি ৫০ টাকা থেকে বাড়িয়ে ৭৫ টাকা করেছে।

পিভিসি আধার কার্ড কী?

এই নতুন মূল্যে ট্যাক্স এবং ডেলিভারি চার্জ অন্তর্ভুক্ত রয়েছে। ২০২০ সালে পরিষেবাটি চালু হওয়ার পর এটিই প্রথম দাম বৃদ্ধি। আপনার সুবিধার জন্য জানিয়েছি রাখি, আধার পিভিসি কার্ড হল একটি প্লাস্টিকের আধার কার্ড যা সহজেই আপনার পকেটে বহন করা যায়। এটি একটি এটিএম কার্ডের মতো দেখতে । এটি কাগজের আধার কার্ডের চেয়ে বেশি টেকসই এবং সহজে ছিঁড়ে যায় না। এই কার্ডটিতে অতিরিক্ত সুরক্ষা বৈশিষ্ট্যও রয়েছে। এই কার্ডটি আপনার নিয়মিত আধার চিঠি এবং ই-আধার নথির মতোই বৈধ।

আরও পড়ুনঃ দার্জিলিংয়ে তুষারপাত, দক্ষিণবঙ্গের ৪ জেলায় শৈত্যপ্রবাহের সম্ভাবনা, আজকের আবহাওয়া

অনলাইনে অর্ডার করার কয়েক দিনের মধ্যেই আপনার দোরগোড়ায় একটি পিভিসি আধার কার্ড পৌঁছে যাবে। অনলাইনে অর্ডার করার পর, UIDAI ৫ কর্ম দিবসের মধ্যে প্রিন্ট করা পিভিসি কার্ডটি ইন্ডিয়া পোস্টে পাঠায়। এরপর কার্ডটি স্পিড পোস্টের মাধ্যমে আধার ডাটাবেসের সাথে সংযুক্ত ঠিকানায় পৌঁছে দেওয়া হয়। ডেলিভারির সময় আপনার অবস্থানের উপর নির্ভর করে পরিবর্তিত হয়, যেমনটি সাধারণ ডাক সময়। এর অর্থ হল পিভিসি আধার কার্ডটি আপনার অবস্থানে একটি পার্সেল পৌঁছে দেওয়ার জন্য স্পিড পোস্টের সময় অনুসারে একই সময়ে পৌঁছে যাবে।

কীভাবে অর্ডার করবেন?

১) আপনি myAadhaar পোর্টাল অথবা mAadhaar অ্যাপের মাধ্যমে একটি PVC আধার কার্ড অর্ডার করতে পারেন।

২) আপনাকে প্রথমে লগ ইন করতে হবে। লগইন অপশনে ক্লিক করুন।

৩) এবার আপনার আধার নম্বর এবং ক্যাপচা কোড লিখুন। তারপর Login With OTP-তে ক্লিক করুন।

৪) এটি করার পরে, আধারের সাথে রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি OTP পাঠানো হবে। এটি প্রবেশ করান এবং লগ ইন করুন।

৫) তারপর আবার অর্ডার পিভিসি আধার কার্ডে ক্লিক করুন।

৬) এখন আপনার ব্যক্তিগত তথ্য স্ক্রিনে দেখানো হবে।

৭) আরও এগিয়ে যাওয়ার জন্য আপনাকে Next এ ক্লিক করতে হবে।

৮) এর পরে পেমেন্ট করুন এবং পিভিসি আধার কার্ড অনলাইনে অর্ডার করা হবে।

৯) এইভাবে, আপনি ঘরে বসেই অনলাইনে আপনার আধার পিভিসি কার্ড অর্ডার করতে পারবেন। এই প্রক্রিয়াটি খুবই সহজ।

1 thought on “PVC আধার কার্ডের ফি বাড়াল UIDAI”

Leave a Comment