সৌভিক মুখার্জী, কলকাতা: দেশের রাজনীতিতে আবারও বিরাট চমক দিল বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট। আসন্ন উপরাষ্ট্রপতি নির্বাচনে তারা সি.পি. রাধাকৃষ্ণনকে (CP Radhakrishnan) প্রার্থী হিসেবে বেছে নিল। বিজেপি সংসদীয় ভোটের বৈঠকেই তার নাম সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়েছে। এরপর দলীয় সভাপতি জেপি নাড্ডা আনুষ্ঠানিকভাবেই এই সিদ্ধান্ত ঘোষণা করলেন। তবে কে এই সি.পি. রাধাকৃষ্ণন?
মহারাষ্ট্রের রাজ্যপাল সি.পি. রাধাকৃষ্ণন
উল্লেখ্য, সি.পি. রাধাকৃষ্ণন বর্তমানে মহারাষ্ট্রের 24 তম রাজ্যপাল। 2024 সালের 31 জুলাই তিনি এই দায়িত্বভার গ্রহণ করেছিলেন। আর এর আগে তিনি ঝাড়খণ্ডের রাজ্যপালের দায়িত্বও সামলেছেন। একই সঙ্গে কিছু সময়ের জন্য তিনি তেলেঙ্গানা এবং পুদুচুরিতে অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন।
জানিয়ে রাখি, 1957 সালের 20 অক্টোবর তামিলনাড়ুর তিরুপ্পুরে জন্মগ্রহণ করেছেন সি.পি. রাধাকৃষ্ণন। ভি.ও. চিদাম্বরম কলেজ থেকেই ব্যবসা প্রশাসনে তিনি স্নাতক। মাত্র 16 বছর বয়সেই যুক্ত হয়েছিলেন আরএসএস এবং জনসংঘের সঙ্গে। 1998 এবং 1999 সালে তামিলনাড়ুর কোয়েম্বাটুর কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনে তিনি সংসদ হিসেবেও নির্বাচিত হন।
In his long years in public life, Thiru CP Radhakrishnan Ji has distinguished himself with his dedication, humility and intellect. During the various positions he has held, he has always focused on community service and empowering the marginalised. He has done extensive work at… pic.twitter.com/WrbKl4LB9S
— Narendra Modi (@narendramodi) August 17, 2025
দল এবং দেশের বিভিন্ন দায়িত্ব
জানা গিয়েছে, তিনি 2004 থেকে 2007 সাল পর্যন্ত তামিলনাড়ুর বিজেপি রাজ্য সভাপতি ছিলেন। পাশাপাশি 2004 সাল থেকে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভারতের প্রতিনিধিত্ব করেছেন। তাইওয়ান সরকারের ভারতের প্রথম সংসদীয় প্রতিনিধি দলের অংশও তিনি ছিলেন। এমনকি 2016 থেকে 2020 সাল পর্যন্ত তিনি কোচির কয়ার বোর্ডের চেয়ারম্যান ছিলেন। আর শেষে 2020 থেকে 2022 সাল পর্যন্ত কেরালা রাজ্যের বিজেপির সর্বভারতীয় দায়িত্বভার হিসেবে কাজ করেছেন।
এদিকে মহারাষ্ট্রের রাজ্যপাল হিসেবে সি.পি. রাধাকৃষ্ণনের শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছিল মুম্বাইয়ের রাজ ভবনের দরবার হলে। হ্যাঁ, শপথ পাঠ করিয়েছিলেন বোম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি দেবেন্দ্রকুমার উপাধ্যায়। আর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস এবং অজিত পওয়ার।
আরও পড়ুনঃ লঙ্কা চাষ করেই দিনে ৫০০০ টাকা আয়, বিরল কীর্তি এই কৃষকের! আপনিও জেনে নিন উপায়
এদিকে তিনি শুধু রাজনীতিবিদ নন, বরং ব্যক্তিগত জীবনেও সি.পি. রাধাকৃষ্ণন একজন ক্রীড়াপ্রেমী। কলেজ জীবনে তিনি টেবিল টেনিস চ্যাম্পিয়ন এবং দীর্ঘ দূরত্বের দৌড়বিদ হিসেবেও কৃতিত্ব অর্জন করেছিলেন। এর পাশাপাশি তিনি ভ্রমণ করেছেন আমেরিকা, ব্রিটেন, চিন, জাপান, তাইওয়ান সহ বেশ কিছু দেশ। আর এবার তাকেই এনডিএ উপরাষ্ট্রপতি পদে বহাল করলেন।