SIR শুনানির তদারকিতে এবার মাইক্রো অবজার্ভার নিয়োগ! বড় সিদ্ধান্ত কমিশনের

SIR Hearing Process

প্রীতি পোদ্দার, কলকাতা: হাতে বাকি আর মাত্র কয়েকটা মাস, তার পরেই পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে ২৬ এর বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই দেশের বড় রাজ্যগুলোর মধ্যে একমাত্র পশ্চিমবঙ্গে সময়ে শেষ হয়েছে SIR। বাকি রাজ্যগুলি বাড়তি সময় চেয়েছে। অর্থাৎ কমিশন BLO দের মাধ্যমে গোটা প্রক্রিয়া সঠিক সময় দক্ষতার সঙ্গে সম্পন্ন করেছে। এবার পালা শুনানি (SIR Hearing Process) পর্বের। সেক্ষেত্রে নজরদারি নিয়ে নতুন নির্দেশ জারি করল নির্বাচন কমিশন। নিয়োগ করা হবে মাইক্রো অবজার্ভার।

বিশেষ বিজ্ঞপ্তি নির্বাচন কমিশনের

উল্লেখ্য, রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজের জন্য মাইক্রো অবজার্ভার চেয়ে গত ১২ ডিসেম্বর কমিশনকে চিঠি পাঠিয়েছিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। এবার সেই আবেদন সাড়া দিল নির্বাচন কমিশন। রিপোর্ট মোতাবেক আজ অর্থাৎ শুক্রবার জাতীয় নির্বাচন কমিশন একটি বিজ্ঞপ্তি জারি করেছে। যেখানে জানানো হয়েছে, সব জেলার সব বিধানসভার জন্য মাইক্রো অবজার্ভার নিয়োগ করা হবে। শুনানি পর্বে ERO এবং AERO-দের সঙ্গে উপস্থিত থাকবেন মাইক্রো অবজার্ভাররা। তাঁদের কাজকে সহজ করে দেবেন মাইক্রো অবজার্ভাররা। তার জন্য মাইক্রো অবজার্ভারেরা ৩০ হাজার টাকা সাম্মানিক পাবেন।

কেন্দ্রীয় আধিকারিকদের মধ্যে থেকে নিয়োগ!

নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, শুনানি পর্বে ভোটার তালিকার প্রস্তুতি ও সংশোধন প্রক্রিয়া আরও স্বচ্ছ ও নির্ভুল করতে ইলেক্টোরাল রোল মাইক্রো অবজার্ভারদের বিশেষ ভূমিকা পালন করবে। তবে এই মাইক্রো অবজার্ভারদের কেন্দ্রীয় সরকারি আধিকারিকদের মধ্যে থেকে নিয়োগ করা হবে। এবং তাঁরা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অধীনেই কাজ করবেন। জানা গিয়েছে, আজ অর্থাৎ শুক্রবার বিকেলের মধ্যে চূড়ান্ত হয়ে যাবে আদপে রাজ্যের কতগুলো জায়গায় এবং কোন কোন জায়গায় SIR প্রক্রিয়ার শুনানির কাজ হবে। এবং তখনই বোঝা যাবে কতজন মাইক্রো অবজার্ভার এক্ষেত্রে নিয়োগ করা হবে।

আরও পড়ুন: জট কাটল চিংড়িঘাটা মেট্রো নিয়ে? রাজ্য সরকারকে বিরাট নির্দেশ হাইকোর্টের

প্রসঙ্গত, গত ১১ ডিসেম্বর SIR এর প্রাথমিক কাজ তথা এনুমারেশন পর্ব শেষ হওয়ার পর ১৬ তারিখ প্রকাশ্যে এসেছে খসড়া ভোটার তালিকা। তার আগে প্রকাশিত হয়েছিল বাদ পড়ার তালিকায়। দেখা যায় এই তালিকায় বাদ পড়েছে ৫৮ লক্ষের বেশি নাম। ৩০ লক্ষের বেশি ভোটারকে ‘নো ম্যাপিং’ তালিকায় রেখেছে কমিশন। এমনকি ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে যাঁরা কোনও ভাবেই নিজেদের যোগ দেখাতে পারেননি তাঁদের সকলকে শুনানিতে ডাকা হতে চলেছে। কমিশন সূত্রে খবর, আজ অর্থাৎ শুক্রবার থেকে শুনানির নোটিস পাবেন ভোটারেরা। এবার দেখার পালা শুনানি পর্ব কতটা সুষ্ঠভাবে সুসম্পন্ন হয়।

1 thought on “SIR শুনানির তদারকিতে এবার মাইক্রো অবজার্ভার নিয়োগ! বড় সিদ্ধান্ত কমিশনের”

Leave a Reply to 888p1com Cancel reply