Top 10: ট্রাম্পের বিরুদ্ধে প্রতিবাদ, উড়িষ্যাতে ঝাড়খণ্ডের কিশোরীকে ধর্ষণ, পরিযায়ী শ্রমিক নিখোঁজ! আজকের সেরা ১০ খবর

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৯ অক্টোবর। দেশ-বিদেশ, প্রযুক্তি, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। ট্রাম্পের বিরুদ্ধে প্রতিবাদ, উড়িষ্যাতে ঝাড়খণ্ডের কিশোরীকে ধর্ষণ, পরিযায়ী শ্রমিক নিখোঁজ, সব কিছুই রয়েছে আজকের এই প্রতিবেদনে। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) মুখ্যমন্ত্রীর কাঞ্চনজঙ্ঘা ছবি আঁকা লালকুঠিতে ভয়াবহ আগুন

উত্তরবঙ্গে ঘটে গেল বড়সড় দুর্ঘটনা। পুড়ে ছাই হয়ে গেল দার্জিলিংয়ের কুমার ছেত্রীর বাড়ি লালকুঠি। আসলে এই লালকুঠির দেওয়ালে সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাঞ্চনজঙ্ঘার ছবি এঁকে গিয়েছিলেন। আর শনিবার লালকুঠির বাসিন্দা কুমার ছেত্রীর বাড়িতেই লেগে যায় ভয়াবহ আগুন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং দমকল। তবে আগুন নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট ঝক্কি পোহাতে হয়। দু’ঘণ্টার চেষ্টাতেই আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু আশেপাশের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এমনকি আসবাবপত্র পুড়ে যায়। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৯) দুর্ঘটনার কবলে পড়লেন অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়

এবার দুর্ঘটনার কবলে পড়লেন জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, রুপোলী পর্দার একজন পরিচিতি মুখ তিনি। অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও বেশ জনপ্রিয় ছিলেন তিনি। জানা যাচ্ছে, তিনি ছেলে, বাবা ও মাকে নিয়ে পুরী, ভাইজ্যাগ ঘুরতে গিয়েছিলেন। সেখানেই তিনি দুর্ঘটনার শিকার হন। জানা যাচ্ছে, হাইওয়ে দিয়ে যখন ফিরছিলেন, তখন পাশে থাকা একটি লড়ি আচমকায় তাদের গাড়ির কাছে চেপে যায়। আর দুটি গাড়ির স্পিড বেশ ভাল ছিল। তবে ভাগ্যক্রমে সামান্য চোট লাগলেও বড়সড় দুর্ঘটনা হয়নি। সকলেই যখন সুস্থ হয়েছেন, ভালো রয়েছেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৮) দু’মাস পর আরামবাগ রামকৃষ্ণ সেতুর উপর দিয়ে শুরু হল বাস চলাচল

দীর্ঘ দু’মাস পর আরামবাগ রামকৃষ্ণ সেতুর উপর দিয়ে বাস চলাচল শুরু হল। জানা যাচ্ছে, এই সেতুর উপর হাইট বার অনেকটাই তুলে দেওয়া হয়েছে। কারণ, গত কয়েক মাস আগে সেতুর একটি বড় অংশ ভেঙ্গে পড়েছিল। যার ফলে প্রশাসন যান চলাচল নিষেধাজ্ঞা জারি করেছিল। তবে এই পরিস্থিতির মধ্যে পড়ে আরামবাগ ব্যবসায়িক সমিতি প্রশাসনের কাছে লিখিত আবেদন জানিয়েছিল। দীর্ঘ টানাপোড়েনের পর হাইট বার তুলে দেওয়া হয়। তবে হ্যাঁ, এখনও পর্যন্ত ভাঙা সেতু মেরামত করা হয়নি। তাই যাত্রীরা দাবি জানাচ্ছে, নতুন করে যাতে তৈরি করা হয়। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৭) ধর্ষকদের শাস্তি দেওয়ার বন্দুক আবিষ্কার করল দুর্গাপুরের যুবক

দুর্গাপুর গণধর্ষণ ঘটনার পর এবার অভিনব আবিষ্কার করে ফেলল দুর্গাপুরেরই এক যুবক। জানা যাচ্ছে, তিনি এক বৈদ্যুতিক টিজার গান আবিষ্কার করেছেন, যা দিয়ে ধর্ষকদেরকে শাস্তি দেওয়া যাবে। তবে এটি কোনও প্রাণঘাতী বন্দুক নয়, বরং মাত্র কয়েক সেকেন্ডের জন্য অপরাধীদেরদেরকে অচল করার কাজ করবে। আর বন্দুকটিতে ৪.৫ ভোল্টের একটি লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা একবার চার্জ দিলে একমাস পর্যন্ত থাকবে। এমনকি বন্দুক দিয়ে ৬০০ ভোল্টের শক বের হবে, যা এক ফুট দূরের ব্যক্তিকেও আক্রমণ করতে পারবে। ফলত, ধর্ষকরা আর মেয়েদের ধারেকাছে ঘেষতে পারবে না। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৬) আমেরিকা জুড়ে ট্রাম্পের বিরুদ্ধে ‘নো কিংস’ প্রতিবাদ

আমেরিকা জুড়ে এবার ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ‘নো কিংস’ প্রতিবাদ। জানা যাচ্ছে, আমেরিকার সিংহাসনে বসার পর থেকেই দেশের শাসনব্যবস্থায় একাকিত্ব করার চেষ্টা চালাচ্ছে ডোনাল্ড ট্রাম্প। আর তাঁর বিরুদ্ধে এবার সরব হয়েছে আমেরিকার জনগন। এইচ-১ ভিসা থেকে শুরু করে শুল্ক নীতির কারণে আমেরিকার সঙ্গে অন্যান্য দেশের সম্পর্ক দিনের পর দিন তলানিতে ঠেকেছে। আর সেজন্যই এই প্রতিবাদ। গতকালের এই মিছিলে নিউইয়র্ক থেকে শুরু করে শিকাগো, লস এঞ্জেলস শহরগুলিতে মোট ৭০ লক্ষেরও বেশি মানুষ জড়ো হয়েছিল। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৫) শুভেন্দু অধিকারীর কনভয়ে ঘেরাও করেই তুমুল বিক্ষোভ

শুভেন্দু অধিকারীর কনভয়ে ঘেরাও করে তুমুল বিক্ষোভ। হ্যাঁ, রবিবার দক্ষিণ ২৪ পরগনা জেলার মন্দিরবাজার এলাকা থেকে বের হচ্ছিল শুভেন্দু অধিকারীর কনভয়ে। আর ঠিক সে সময়ে রাস্তার মাঝে বিজেপি নেতার গাড়ির ঘিরে তুমুল বিক্ষোভ নামেন স্থানীয় বাসিন্দারা। এমনকি হাতে প্ল্যাকার্ড নিয়ে এক বিশেষ দাবিতে শুভেন্দু অধিকারীর গাড়ি ঘেরাও করেছিল তারা। মূলত ওই দিন কেন্দ্রের তরফ থেকে আটকে রাখা ১০০ দিনের কাজের বকেয়া অর্থ মেটানোর দাবি নিয়ে শুভেন্দুর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়দের একাংশ। শুভেন্দুর গাড়ি আটকে তারা বিরোধী দলনেতার কাছ থেকে জানতে চায়, কেন সরকার টাকা আটকে রেখেছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৪) দীপাবলিতে বন্ধ রেলের বহু টিকিট কাউন্টার

দীপাবলিতে বন্ধ থাকবে রেলের বহু টিকিট কাউন্টার। জানা যাচ্ছে, দিল্লি এনসিআর রেলওয়ে স্টেশনগুলিতে যাত্রীদের ভিড় বাড়ার কারণে ভারতীয় রেলওয়ে এবার বড়সড় সিদ্ধান্তের পথে হাঁটল। মূলত উত্তর রেলওয়ের তরফ থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২০ অক্টোবর টিকিট কাউন্টারগুলি বন্ধ থাকবে। তালিকায় রয়েছে দিল্লি জংশন এবং হযরত নিজামুদ্দিন রিজার্ভেশন। তবে রাত দু’টোর পর সরোজিনী নগর, কীর্তি নগর, শাকুর বস্তি, দিল্লি শাহদারা, গাজিয়াবাদ, কারকারডুমা, ওখলা, নয়ডা, তুঘলকাবাদ, সবজি মান্ডি, আদর্শ নগর, লাজপত নগর সহ বেশ কিছু টিকিট কাউন্টার রাত দু’টোর পর বন্ধ করে দেওয়া হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

) উড়িষ্যাতে এবার ভিন রাজ্যের কিশোরীকে ধর্ষণ

দুর্গাপুরের পর এবার উড়িষ্যাতেই ভিন রাজ্যের কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠল। জানা যাচ্ছে, ওই নির্যাতিতা ভুবনেশ্বরে অজ্ঞান হয়ে পড়েছিল। তারপর সে নিজে হাসপাতালে পৌঁছয়। সেখানে গিয়ে শারীরিক পরীক্ষার কথা বলে। তারপর ডাক্তাররা তাঁকে প্রাথমিক ভাবে দেখেই মনে করে যে, তাকে ধর্ষণ করা হয়েছে। এমনকি ওই কিশোরী ঝাড়খণ্ডের বাসিন্দা। তদন্ত নেমে পুলিশ ইতিমধ্যে দু’জন মহিলাকে গ্রেফতার করে ফেলেছে। এখনও পর্যন্ত বিস্তারিত তদন্ত চলছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

২) কেরালা থেকে বাড়ি ফেরার পথেই নিখোঁজ বাংলার পরিযায়ী শ্রমিক

কেরালা থেকে বাড়ি ফেরার পথেই নিখোঁজ হয়ে গেল এক পরিযায়ী শ্রমিক। জানা যাচ্ছে, আলিপুরদুয়ারের বাসিন্দা হামজালা ফিরদৌস গত রবিবার বাড়ি ফেরার জন্য ট্রেনে উঠেছিল। তবে তারপর থেকে আর কোনও খোঁজ নেই। সন্ধ্যা সাতটা নাগাদ সে তার বাবার সঙ্গে কথা বলেছিল। কিছুক্ষণ পর রাত আটটা নাগাদ ফোনে স্ত্রীর সঙ্গে কথা হয়। তারপর থেকে ফোন অফ। দেড় মাস আগে সে কেরালার কল্লমে রাজমিস্ত্রির কাজে গিয়েছিল। ওই যুবকের বাড়ি আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের ময়নাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতে। বর্তমানে তার বিরুদ্ধে মিসিং ডায়রি দায়ের করা হয়েছে থানায়। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

১) এসআইআর হলে বাদ যাবে ২ কোটি ৪০ লক্ষের নাম, দাবি শুভেন্দুর

১ কোটি নয়, বরং এসআইআর হলে ২ কোটি ৪০ লক্ষ নাম বাদ যাবে। এবার সতর্ক করলেন শুভেন্দু অধিকারী। জানা যাচ্ছে, রাজ্যে এসআইআর হলেই সংখ্যালঘু অনুপ্রবেশকারীদের নাম বাদ পড়বে এবং সংখ্যাটা ১ কোটির কাছাকাছি পৌঁছাতে পারে। তিনি স্পষ্ট বলে দিয়েছেন, যারা বাদ পড়বেন, তারা প্রত্যেকে অনুপ্রবেশকারী। ভারতীয় মুসলিমদের ভয় পাওয়ার কোনও কারণ নেই। কাগজ দেখাতে পারলেই তারা থাকবে। তবে যারা অবৈধভাবে ঢুকছে, তাদেরকেই ভয় পাওয়া উচিত। এমনকি এই অনুপ্রবেশকারীরা গোটা মানচিত্রটাকে দখল করে রেখেছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

1 thought on “Top 10: ট্রাম্পের বিরুদ্ধে প্রতিবাদ, উড়িষ্যাতে ঝাড়খণ্ডের কিশোরীকে ধর্ষণ, পরিযায়ী শ্রমিক নিখোঁজ! আজকের সেরা ১০ খবর”

  1. Квартиры на сутки

    Апартаменты и квартиры посуточно дают больше свободы.

    – Можно готовить дома.
    – Свободное пространство и несколько комнат.

    – Удобно для деловых поездок и отпуска.

    гостевые дома посуточно

    @airbn@b77 https://sutochny.ru

    Reply

Leave a Reply to гостевые дома на сутки Cancel reply