জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে ঢুকবে? সামনে এল বড় আপডেট

Lakshmir Bhandar (1)

সৌভিক মুখার্জী, কলকাতা: সাধারণ মানুষের কথা ভেবে রাজ্য সরকার থেকে শুরু করে কেন্দ্র সরকার একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করে রেখেছে। তবে তার মধ্যে পশ্চিমবঙ্গ সরকারের সবথেকে উল্লেখযোগ্য প্রকল্প হল মহিলাদের জন্য চালু করা লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar)। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা প্রতি মাসে আর্থিক সহায়তা পেয়ে থাকে। তবে একাধিক মিডিয়া রিপোর্টে অনুযায়ী, আসন্ন বিধানসভা নির্বাচনের আগেই লক্ষীর ভাণ্ডার প্রকল্পের টাকা অনেকটাই বাড়তে পারে। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও আপডেট মেলেনি। তবে জানুয়ারি মাসে লক্ষীর ভাণ্ডার নিয়ে আসলো বড় আপডেট। কবে দেওয়া হবে এই প্রকল্পের টাকা?

জানুয়ারি মাসে কবে ঢুকবে লক্ষীর ভাণ্ডারের টাকা?

রাজ্যের লক্ষ লক্ষ মহিলাদের জন্য বিরাট স্বস্তির খবর। সাধারণত প্রতি মাসের ১ থেকে ৭ তারিখের মধ্যেই লক্ষীর ভাণ্ডার প্রকল্পের টাকা দিয়ে দেওয়া হয়। তবে এবার প্রশ্ন উঠছে, ২০২৬ এর জানুয়ারি মাসের টাকা কবে ঢুকবে? বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী খবর, ইতিমধ্যেই এ মাসের পেমেন্ট প্রসেসিং প্রক্রিয়া শুরু হয়েছে এবং উপভোক্তাদের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে। অর্থাৎ, ট্রেজারি থেকে ইতিমধ্যেই বিল পাস হয়েছে। খুব শীঘ্রই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা ঢুকে যাবে।

আরও পড়ুন: রাজীব কুমারের পর কে হবেন নতুন ডিজিপি? রাজ্যকে সুপ্রিম কোর্টে যেতে বলল UPSC

সরকারি সূত্র অনুযায়ী খবর, গত সোমবার থেকেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে। আর ধাপে ধাপে প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তাই যারা এখনও পর্যন্ত এই প্রকল্পের টাকা পাননি, তারা খুব শীঘ্রই ভাতার টাকা পেয়ে যাবেন। নিশ্চিত ভাবে বলা যায়, আগামী ৮ জানুয়ারির মধ্যেই প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তবে প্রযুক্তিগত কিছু বিলম্বের কারণে হয়তো ১০ তারিখ পর্যন্ত সময় লাগতে পারে।

বলে রাখি, রাজ্য সরকারের চালু করা সমাজকল্যাণমূলক প্রকল্পগুলির মধ্যে শীর্ষে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পের আওতায় রাজ্যের প্রত্যেক মহিলারা প্রতি মাসে ১০০০ টাকা এবং ১২০০ টাকা করে ভাতা পেয়ে থাকে। তবে ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারাই এই ভাতা পান। এমনকি ৬০ বছরের পর মহিলাদের স্বয়ংক্রিয়ভাবেই বার্ধক্য ভাতা দেওয়া হয়। মূলত সাধারণ সম্প্রদায়ের মহিলাদের ক্ষেত্রে ১০০০ টাকা এবং তপশিলি জাতি ও তপশিলি উপজাতি সম্প্রদায়ের মহিলাদেরকে ১২০০ টাকা দেওয়া হয় এই প্রকল্পের আওতায়।

আরও পড়ুন: অজিত আগরকরের সাথে চুক্তি বাড়াচ্ছে না BCCI! নতুন নির্বাচক পাবে টিম ইন্ডিয়া?

উল্লেখ্য, এই প্রকল্পে খুব সহজেই দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে আবেদন করা যায়। তাই এখনও পর্যন্ত যারা আবেদন করেননি, তারা দুয়ারে সরকার ক্যাম্প, আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। তবে যারা ইতিমধ্যে আবেদন করেছেন, তারা সরাসরি অনলাইনে লক্ষ্মীর ভাণ্ডারের অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে স্ট্যাটাস চেক করে নিতে পারবেন। যদি পেমেন্ট আন্ডার প্রসেস লেখা থাকে, তাহলে ভাববেন এই মাসে খুব তাড়াতাড়ি টাকা ঢুকে যাবে।

Leave a Comment