সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্য সরকারি কর্মীদের বহু প্রতিক্ষিত মহার্ঘ ভাতা মামলায় (WB DA Case) ফের উত্তাল প্রশাসন। আজ 27 জুন, সুপ্রিম কোর্টের নির্ধারিত সময় সীমা শেষ হচ্ছে। আর ঠিক আজই রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে সময় সীমা বাড়ানোর আবেদন জানালো। আর এর ফলে সরকারি কর্মচারীরা মনে করছে, ইচ্ছাকৃতভাবেই সময় নষ্টের কৌশল বানাচ্ছে রাজ্য সরকার।
সুপ্রিম কোর্ট কী বলেছিল?
প্রসঙ্গত জানিয়ে রাখি, গত মাসের 16 তারিখ বিচারপতি সঞ্জয় কারলের নেতৃত্বাধীন বেঞ্চ বকেয়া মহার্ঘ ভাতার অন্তত 25 শতাংশ মিটিয়ে দিতে বলেছিল রাজ্য সরকারকে। এমনকি তার জন্য ছয় সপ্তাহ সময় সীমা বেঁধে দেওয়া হয়েছিল। আর সেই হিসাব অনুযায়ী আজ 27 জুন সময় শেষ। তবে বকেয়া ডিএ মেটানোর বদলে আজ সুপ্রিম কোর্টে গিয়ে ফের ছয় মাস সময় বাড়ানোর আবেদন জানিয়েছে রাজ্য।
রাজ্যের সরকারি কর্মচারীদের সংগঠন এই পদক্ষেপে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। তারা জানাচ্ছে, যদি সুপ্রিম কোর্টে যেতেই হতো, তাহলে কেন আগে যাওয়া হলো না? আজ কেন? এমনকি কনফেডারেশন অফ স্টেট গভর্মেন্ট এমপ্লয়িজের মুখ্যসচিব ও অর্থসচিবের কাছে ইমেইল মারফত বার্তাও পাঠানো হয়েছে, যাতে অবিলম্বে আদেশনামা প্রকাশ করে ডিএ মেটানো শুরু হয়। নাহলে এই ইমেইল আদালতের অবমাননার নোটিশ হিসাবেই ধরে নেওয়া হবে।
আরও পড়ুনঃ সুপ্রিম কোর্টের নির্দেশ না মানায় নোটিশ মুখ্য ও অর্থসচিবকে! বকেয়া DA মামলায় ঘুরল খেলা
এ প্রসঙ্গে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী জানিয়েছেন যে, সংবিধানের নামে শপথ নিয়েও তা অমান্য করল এই সরকার। এত সাহস কোথা থেকে পায়? আমরা চাই আইনি ব্যবস্থার মধ্য দিয়ে ডিএ মেটানো হোক। নাহলে এই অবমাননার জন্য সরকারকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আর যদি রাজ্য সরকার শাস্তি না নিতে চায়, তাহলে যেন তারা বকেয়া ডিএ মিটিয়ে দেয়।
palashsarkar
8514998758