বিরাট পরিবর্তন! ১ জুলাই থেকে বদলে যাচ্ছে PAN কার্ডের নিয়ম

সৌভিক মুখার্জী, কলকাতা: আপনি কী নতুন প্যান কার্ডের (Pan Card) জন্য আবেদন করবেন বলে ভাবছেন? তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য। কারণ, চলতি বছরের 1 জুলাই থেকে বিরাট পরিবর্তন আনছে আয়কর দপ্তর। জানা যাচ্ছে, এখন নতুন PAN কার্ড পেতে হলে বাধ্যতামূলক আধার নম্বর দিতেই হবে। তো চলুন দেখে নেওয়া যাক, আর কী কী পরিবর্তন আসছে। 

নতুন নিয়মে কী কী বদল আসছে?

খোঁজ নিয়ে জানা গেল, 1 জুলাই 2025 থেকে যারা নতুন করে প্যান কার্ডের জন্য আবেদন করবেন, তাদের আধার নম্বর বাধ্যতামূলকভাবে দিতেই হবে। এমনকি আবেদনকারীর আধারের মাধ্যমেই পরিচয় যাচাই করাতে হবে। আধার কার্ড না থাকলে প্যান কার্ডের জন্য আবেদন করা যাবে না।

বলে রাখি, ইতিমধ্যে যাদের প্যান কার্ড রয়েছে, তাদেরও 2025 সালের 31 ডিসেম্বরের মধ্যে আধার কার্ড লিঙ্ক করতে হবে। নাহলে পরের বছর থেকে সেই প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে। আর এই উদ্যোগের মূল লক্ষ্য হল ভুয়ো প্যান কার্ডগুলিকে বাতিল করা এবং একাধিক প্যান কার্ড ব্যবহারকারীদের আইনের আওতায় নিয়ে আসা।

কেন নেওয়া হল এই সিদ্ধান্ত?

সম্প্রতি আয়কর দপ্তরের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, কয়েক লক্ষ মানুষ এখন একাধিক প্যান কার্ড ব্যবহার করছে। অনেকে আবার অন্যের প্যান কার্ড ব্যবহার করে নিজের কাজ হাসিল করে নিচ্ছে। আধার বাধ্যতামূলক করা হলে এই জালিয়াতি বন্ধ হবে। হিসাব বলছে, এখনও পর্যন্ত 74 কোটির বেশি প্যান কার্ডধারীর মধ্যে 60 কোটির বেশি গ্রাহক আধার নম্বর লিঙ্ক করে ফেলেছেন। আর বাকিদের জন্য ডিসেম্বর মাস শেষ সুযোগ।

আরও পড়ুনঃ সাবধান! সিল হয়ে যাবে ব্যাঙ্কের আপনার লকার, বিজ্ঞপ্তি RBI-এর

আসছে প্যান কার্ড 2.0

এই পরিবর্তনের মধ্যেই প্যান কার্ড 2.0 চালু করতে চলেছে কেন্দ্র সরকার। এর মাধ্যমে প্যান এবং ট্যান পরিষেবা সম্পূর্ণ অনলাইন এবং এক ছাতার নীচে আসবে। পাশাপাশি করদাতাদের জন্য পরিষেবা হবে আরও স্বচ্ছ। এছাড়া পুরনো প্যান কার্ডও এই নতুন ব্যবস্থায় বৈধ থাকবে বলে জানানো হয়েছে আয়কর দপ্তরের তরফ থেকে।

1 thought on “বিরাট পরিবর্তন! ১ জুলাই থেকে বদলে যাচ্ছে PAN কার্ডের নিয়ম”

Leave a Reply to sarkarbisnu258 Cancel reply