“যারা ইংরেজিতে কথা বলেন তারা এবার লজ্জা পাবেন”, হঠাৎ কেন এমন মন্তব্য অমিত শাহের!

প্রীতি পোদ্দার, কলকাতা: দেশের সংস্কৃতি, ইতিহাস, ধর্মকে সবার আগে বুঝতে হবে, তার জন্য কোনও বিদেশী ভাষার বাড়বাড়ন্ত বরদাস্ত হবে না। সম্পূর্ণ ভারত তখনই গড়ে উঠবে যখন বিদেশী সমস্ত ভাষাকে বর্জন করা হবে, আর এই কথাই এদিন স্পষ্ট জানিয়ে দিলেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। দেশের ভাষার বিকাশের ওপর আরও জোর দেওয়ার ক্ষেত্রে এক অন্য শপথের অঙ্গীকার নিলেন শাহ।

ঘটনাটি কী?

জানা গিয়েছে, গতকাল অর্থাৎ বৃহস্পতিবার, একটি বইপ্রকাশ অনুষ্ঠানে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) । সেখানে প্রাক্তন সিভিল সার্ভেন্ট, IAS আশুতোষ অগ্নিহোত্রীর লেখা ‘ম্যাঁ বুন্দ স্বয়ং, খুদ সাগর হুঁ’ বইয়ের উদ্বোধন করেন তিনি। আর সেই উদ্বোধনে এবার তিনি স্পষ্ট জানিয়ে দিলেন যে শীঘ্রই এমন একটি সমাজ গড়ে উঠবে, যেখানে কেউ ইংরেজিতে কথা বলতে গেলে লজ্জা পাবেন।

ইংরেজিতে কথা বললেই লজ্জিত হতে হবে!

এদিন দেশের প্রতিটি মানুষের মাতৃভাষাকে সন্মান জানাতে তার প্রচলন এবং প্রসার বৃদ্ধির উপর জোর দেওয়ার কথা বলেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। তিনি জানান, “ দেশের প্রতিটি আঞ্চলিক ভাষাগুলি রত্নবিশেষ। আর এবার ভারতের ভাষাতাত্ত্বিক ঐতিহ্যকে পুনঃপ্রতিষ্ঠিত করার সময় এসেছে। তাই সেক্ষেত্রে এই দেশে যাঁরা ইংরেজিতে কথা বলেন, তাঁদের খুব শীঘ্রই লজ্জিত হতে হবে। অচিরেই এই ধরনের সমাজ গঠিত হবে। কারণ আমাদের ভাষাগুলি ছাড়া প্রকৃত ভারতবাসী হয়ে উঠতে পারব না।”

‘পঞ্চপ্রাণ’-এর শিলান্যাস

এছাড়াও অমিত শাহ এদিন আরও বলেন যে, “আমাদের দেশ, সংস্কৃতি, ইতিহাসকে বুঝতে কোনও বিদেশি ভাষা সহায়ক হতে পারে না। আমি জানি লড়াইটা কত কঠিন। কিন্তু আমি এটাও জানি, ভারতীয় নাগরিকরা এই লড়াই জিতবে। আমরা আমাদের ভাষাতেই দেশ চালাব।” আর এই বক্তব্যের মাঝেই তিনি ‘পঞ্চপ্রাণ’ বা পাঁচ শপথের কথাও উল্লেখ করেন। তিনি বলেন, “অমৃতকালে মোদীজি ‘পঞ্চপ্রাণ’-এর শিলান্যাস করেছেন।”

আরও পড়ুন: সাবধান! সিল হয়ে যাবে ব্যাঙ্কের আপনার লকার, বিজ্ঞপ্তি RBI-এর

একতা এবং সৌভ্রাতৃত্ব রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ

স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এদিন সমস্ত দেশবাসীর উদ্দেশে বলেন, “উন্নত ভারত গড়ে তুলতে সব ধরনের দাসত্ব থেকে মুক্ত হতে হবে। এবং নিজেদের ঐতিহ্য নিজেদের সংস্কৃতি সম্পর্কে গর্বিত হতে হবে। পাশাপাশি সামাজিক একতা এবং সৌভ্রাতৃত্ব রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ থাকতে হবে।”

পাশাপাশি অমিত শাহ সমাজের প্রতি কর্তব্যবোধ সম্পর্কে প্রতিটি নাগরিকের মধ্যে চেতনা জাগানোর কথা বলেন। আর এই আবহেই ২০৪৭ সালে উন্নত ভারত গড়ে তোলার পাশাপাশি ভারতের প্রতিটি ভাষাগুলিকে গুরুত্বপূর্ণ ভূমিকা প্রদানের শপথ নেন তিনি।

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

Leave a Comment