বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের বাজারে প্রায় পা রেখে ফেলেছে ইলন মাস্কের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সরবরাহকারী সংস্থা স্টারলিংক। কেন্দ্রের তরফে ইতিমধ্যেই লাইসেন্স পেয়ে গিয়েছে মাস্কের সংস্থাটি। তবে পুরোপুরি বাজার দখল করতে বেশ খানিকটা সময় লাগবে! আর সেই ফাঁকেই এবার খেল দেখালো Jio।
জানা যাচ্ছে, ভারতের এই বৃহত্তম টেলিকম নেটওয়ার্ক সংস্থাটি বাজারে উন্নতমানের ওয়াইফাই সিক্স রাউটার নিয়ে হাজির হয়েছে। বেশ কয়েকটি রিপোর্ট দাবি করছে, এই রাউটার যদি ক্রেতারা একবার ব্যবহার করেন সেক্ষেত্রে, ইন্টারনেট সংক্রান্ত সমস্ত ধরনের সমস্যা ভুলে যাবেন তারা। রিপোর্ট বলছে, ভারতের ইন্টারনেট সংক্রান্ত প্রায় সমস্ত সমস্যার সমাধান করে দেবে Jio-র এই উন্নত প্রযুক্তির ওয়াইফাই সিক্স রাউটার।
রাউটারটি ব্যবহারের সুবিধা
বেশ কয়েকটি জনপ্রিয় সংবাদমাধ্যমের প্রতিবেদন মারফত জানা গেল, Jio-র এই নতুন ওয়াইফাই সিক্স রাউটারটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এটিতে একসাথে অন্তত 100 বা তার বেশি ডিভাইস কানেক্ট করা যাবে। ফলত, ইন্টারনেট নিয়ে যাবতীয় সমস্যার সমাধানে ইতি টানবে এই বিশেষ রাউটার। শুধু কি তাই?
আম্নানি সংস্থার তরফে দাবি করা হচ্ছে, এই ওয়াইফাই সিক্স রাউটার দিয়ে গোটা পরিবারের সকলেই ইন্টারনেটে ভারী কাজ করতে পারবেন। এছাড়াও যারা হাই রেজোলিউশনের গেম খেলতে পছন্দ করেন, তাদের জন্য এই ওয়াইফাই রাউটার আশীর্বাদসম হবে বলেই মনে করা হচ্ছে।
জানা যাচ্ছে, এই ওয়াইফাই সিক্স রাউটারটিতে 2.4 গিগা হার্ডজ ও 5 গিগা হার্ডজের ক্ষমতা থাকছে। পাশাপাশি যাতে কেউ পাসওয়ার্ড চুরি করতে না পারে তার জন্য থাকবে বিশেষ প্রটেকশন। তবে সবচেয়ে মজার বিষয়, বাড়িতে হোক কিংবা অফিসে এই রাউটারের সর্বোচ্চ ইন্টারনেট স্পিড থাকবে 6 হাজার Mbps। ভাবা যায়! সবশেষে বলে রাখি, Jio-র উন্নত মানের এই রাউটারটি সম্পূর্ণ তার বিহীন অর্থাৎ এর জন্য আলাদা করে কোনও ল্যান কানেকশন বা তারের দরকার নেই।
অবশ্যই পড়ুন: শেষের দিকে DA দেওয়ার সময়সীমা, তার আগেই নবান্নে গেল কড়া বার্তা!
খরচ কত হবে?
বেশ কয়েকটি প্রতিবেদন অনুযায়ী, Jio ওয়াইফাই রাউটার কিনতে ক্রেতাদের খরচ পড়বে 5,999 টাকা। তবে এই অর্থ একবার খরচ করলে প্রায় আজীবন নিজের বাড়িতে কিংবা অফিসে আনলিমিটেড দ্রুতগতির ইন্টারনেট সুবিধা পেয়ে যাবেন গ্রাহকরা। বলা বাহুল্য, ওয়্যারলেস হওয়ায় এটি সর্বত্র নিয়ে যাওয়া সম্ভব। সংস্থা বলছে প্রায় প্রতিটি ক্ষেত্রেই, এটি কম করে 4800 Mbps স্পিড প্রদান করবে। যা আপনার ইন্টারনেট সম্পর্কিত যাবতীয় সমস্যাকে ভুলিয়ে দিতে যথেষ্ট।