বিক্রম ব্যানার্জী, কলকাতা: সোমবার সন্ধ্যায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছিল দিল্লির লালকেল্লা চত্বর! এবার ঠিক একই কায়দায় ভয়াবহ বিস্ফোরণ ইসলামাবাদে (Islamabad Car Blast)। আল জাজিরার এক প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার দুপুরে ইসলামাবাদের এক আদালতের সামনে এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনাটি ঘটে। তাতে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে 12 জনের। আহত হয়েছেন বহু মানুষ।
কীভাবে ঘটল এই ভয়াবহ বিস্ফোরণ?
ওই প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার দুপুরে ইসলামাবাদের একটি আদালত চত্বরের বাইরে আচমকা বিস্ফোরিত হয় একটি গাড়ি। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে তাতে ক্ষতিগ্রস্ত হয়েছে আশেপাশে থাকা গাড়িগুলিও। একইভাবে দিল্লির কায়দায় ঘটা বিস্ফোরণে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে 12 জনের। এছাড়াও আহত হয়েছেন 25 জন পথ চলতি মানুষ।
এ প্রসঙ্গে, ইসলামাবাদের এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, “হঠাৎ আদালতের সামনে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। তবে ঠিক কীভাবে এই বিস্ফোরণটি ঘটলো সেটা খতিয়ে দেখা হচ্ছে। আমাদের ফরেনসিক টিম কাজ করছে। আর কিছুটা সময় পাওয়া গেলে সবকিছু খোলসা করে জানাতে পারব।”
Islamabad blast pic.twitter.com/SMxZcDHP38
— Sardar Sammad Khan (@sardarsammadkh1) November 11, 2025
প্রত্যক্ষদর্শীদের বক্তব্য
মঙ্গলবার দুপুরে ইসলামাবাদের ওই আদালতে বিভিন্ন আইনি লড়াইয়ের জন্য উপস্থিত হয়েছিলেন বহু মানুষ। এমতাবস্থায় হঠাৎ ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা আদালত চত্বর! এ বিষয়ে এক প্রত্যক্ষদর্শী আইনজীবী রুস্তম মালিক জানিয়েছেন, “আমি আমার গাড়ি পার্ক করে ভবনের দিকে যাচ্ছিলাম। ঢুকবো, এমন সময় গেটের কাছে একটা বিরাট বিস্ফোরণের শব্দ পাই। পরে দেখি লোকজন ছোটাছুটি করতে শুরু করেছে। বেশ কয়েকটি গাড়িতেও আগুন লেগে গিয়েছে।”
বিস্ফোরণের ঘটনায় আরেক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন এমন সময় জোরালো শব্দে কেঁপে ওঠে গোটা চত্বর। চোখের পলকে আগুনে জ্বলতে থাকে একটি গাড়ি। এরপর রাস্তায় থাকা বাকিরাও ওই বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়। রাস্তায় দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়িতেও আগুন লেগেছে।
অবশ্যই পড়ুন: লেখাপড়ার জন্য পাগল! ছেলে আত্মঘাতী হামলা ঘটিয়েছে জেনে কী বলছে উমরের পরিবার?
প্রসঙ্গত, সর্বশেষ তথ্য অনুযায়ী, ইসলামাবাদের আদালত চত্বরে ভয়াবহ বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের কয়েকটি ইঞ্জিন! কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করছেন। কিন্তু ঠিক কীভাবে বিস্ফোরণের ঘটনাটি ঘটলো তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে তীব্র বিস্ফোরণের কারণে হতাহতের সংখ্যা আরও বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে।