U-19 এশিয়া কাপের দল ঘোষণা BCCI-র, বৈভব নন অধিনায়ক হলেন ইনি

BCCI announced team India squad for U19 Asia Cup Vaibhav Sooryavanshi not a captain

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সিনিয়রদের এশিয়া কাপে কামাল দেখিয়েছে ভারত। এবার পালা ছোটদের। সেই মতোই আসন্ন U-19 এশিয়া কাপের দল ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। 12 ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া আন্ডার 19 এশিয়া কাপের জন্য ঘোষিত ভারতীয় দলে জায়গা পেয়েছেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। তবে অবাক করা বিষয়, ভাল ছন্দে থাকা সত্ত্বেও বৈভব নন বরং 18 বছর বয়সী ভারতীয় ক্রিকেটার আয়ুষ মাত্রেকে অধিনায়ক করেছে বোর্ড। অন্যদিকে সহ অধিনায়ক হয়েছেন বিহান মালহোত্রা।

কেন অধিনায়কের দায়িত্ব পেলেন না বৈভব?

News 24 এর এক রিপোর্ট অনুযায়ী, 18 বছর বয়সী ক্রিকেটার তথা চেন্নাই সুপার কিংস এর তরুণ প্লেয়ার আয়ুষকে অনূর্ধ্ব 19 দলের অধিনায়ক করার নেপথ্যে রয়েছে বেশ কিছু কারণ। রিপোর্ট অনুযায়ী, অধিনায়ক হিসেবে আয়ুষের বয়স এবং ফিটনেস দেখেই তাঁকে মনোনীত করেছে BCCI। তাছাড়াও সাম্প্রতিককালে দুর্দান্ত ছন্দে রয়েছেন তিনি। বোর্ডের একটি সূত্র দাবি করছে, ভারতের এই উদীয়মান তারকা দলকে সাফল্য এনে দিতে পারবেন বলেই মনে করছেন বোর্ড কর্তারা।

তবে প্রশ্ন থেকে যায়, কেন অধিনায়কের দৌড়ে আবারও পিছিয়ে পড়লেন বৈভব? প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রথমত বৈভব সূর্যবংশীর বয়স অনেকটাই কম। মাত্র 14 বছর বয়সে একটা গোটা দলের অধিনায়কত্ব করাটা তাঁর পক্ষে যথেষ্ট চ্যালেঞ্জিং হবে। তাছাড়াও অধিনায়কের গুরুদায়িত্ব মাথায় এলে ব্যাট হাতে পারফর্ম করতে পারবেন না বৈভব, এমনটাই মনে করছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের একাংশ! সে কারণেই নাকি তাঁকে অধিনায়ক করা হয়নি। ঠিক একই কারণে সহ অধিনায়কের পদটাও পাননি বৈভব।

এই দিন গড়াবে ভারত বনাম পাকিস্তান ম্যাচ

প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী 12 ডিসেম্বর দুবাইতে শুরু হবে অনূর্ধ 19 এশিয়া কাপ টুর্নামেন্ট যার ফাইনাল গড়াবে 21 ডিসেম্বর। আর এই আসরের একই গ্রুপে জায়গা করে নিয়েছে ভারত এবং পাকিস্তান। কাজেই বোঝাই যাচ্ছে, গ্রুপ পর্বে বেশ কয়েকবার মুখোমুখি হতে পারে এই দুই দল। ভারত অনূর্ধ্ব 19 এশিয়া কাপে তাদের প্রথম ম্যাচ খেলবে 12 ডিসেম্বর। এর ঠিক একদিন পর অর্থাৎ 14 ডিসেম্বর গড়াবে ভারত বনাম পাকিস্তান ম্যাচটি। এছাড়াও নকআউট পর্বেও মুখোমুখি হতে পারে এই দুই দল।

অবশ্যই পড়ুন: বিশ্বজয়ী রিচা ঘোষকে WPL 2026-এ ধরে রাখল RCB, কত টাকা পাচ্ছেন বাংলার মেয়ে?

অনূর্ধ্ব 19 এশিয়া কাপের জন্য ভারতের ঘোষিত দল

আয়ুষ মত্রে (অধিনায়ক), বৈভব সূর্যবংশী, বিহান মালহোত্রা (সহ-অধিনায়ক), বেদান্ত ত্রিবেদী, অভিজ্ঞান কুন্ডু, হরবংশ সিং, যুবরাজ গোহিল, কণিষ্ক চৌহান, খিলান এ প্যাটেল, নমন পুষ্পক, ডি দীপেশ, হেনিল প্যাটেল, কিষাণ কুমার সিং, উদ্ধব মোহন, অ্যারন জর্জ।

এছাড়াও স্ট্যান্ডবাইতে রয়েছেন, রাহুল কুমার, হেমচুডেশন জে, বি কে কিশোর ও আদিত্য রাওয়াত।

Leave a Comment