শুধু গ্রিন নন, KKR এর নজরে থাকা এই প্লেয়ারকেও কেনার অপেক্ষায় ধোনির CSK!

CSK On KKR Target Player they may buy this Indian player

বিক্রম ব্যানার্জী, কলকাতা: IPL 2026 এর মিনি নিলামে প্লেয়ার কেনাবেচা নিয়ে বড়সড় লড়াইয়ে নামতে পারে কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংস। কেননা, নিলামের আগে থেকেই একে অপরের নজরে থাকা প্লেয়ারদের কেনার জন্য উদগ্রীব হয়ে উঠেছে এই দুই দল। প্রায় সকলেই জানেন, KKR এর নজরে থাকা অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে কিনতে আগ্রহী চেন্নাই সুপার কিংস (CSK On KKR Target Player)। সোশ্যাল মিডিয়ায় তারা একপ্রকার বিভ্রান্তিমূলক ভিডিও ছড়ালেও আদতে এই অজি তারকাকে কিনতে কলকাতার সাথে লড়াইয়ে নামতে পারে ধোনির দল। তবে অনেকে এটা জানেন না, গ্রিন ছাড়াও KKR এর নজরে থাকা আরও এক প্লেয়ারকে টার্গেট করেছে CSK!

KKR এর নজরে থাকা এই প্লেয়ারকে কেনার অপেক্ষায় CSK!

কিছুদিন আগেই, নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল একটি ভিডিও পোস্ট করেছিল চেন্নাই সুপার কিংস। সেখানে দেখা যায়, চেন্নাইয়ের ম্যাসকট লিও বাজার করতে গিয়েছেন। বাজারে ঢুকেই তিনি প্রথমে কাশ্মীরি আপেল এবং তামিলনাড়ুর মুখরোচক খাবার কিনলেন। এরপর বাজারের আনুষাঙ্গিক জিনিসপত্র কিনলেও গ্রিন চিলি বা সবুজ লঙ্কার দিকে ফিরেও তাকালেন না। বরং আঙুল দিয়ে ইশারা করে সেটি কেনা যাবে না এমনটা বুঝিয়ে দিলেন। এর মধ্যে দিয়ে আসলে মহেন্দ্র সিং ধোনির দল বার্তা দিল, অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্রিনকে কেনার কোনও আগ্রহ নেই তাদের।

তবে, ক্রীড়া মহলের অনেকেই মনে করছেন, চেন্নাই সুপার কিংস আসলে এই ভিডিওর মধ্যে দিয়ে নিলামের আগে অন্যান্য দলগুলিকে বিভ্রান্ত করতে চেয়েছে। রবীন্দ্র জাদেজার বিকল্প হিসেবে গ্রিনকে কিনতে মরিয়া তারা। সেক্ষেত্রে বলাই যায়, আসন্ন নিলামে গ্রিনকে নিয়ে দুই শক্তিশালী দল কলকাতা এবং চেন্নাইয়ের মধ্যে বড়সড় লড়াই হতে পারে। সে কথা ইতিমধ্যেই ভিডিও প্রকাশ করে আকার ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছে শাহরুখ খানের দলও। তবে গ্রিন ছাড়াও এক ভারতীয় প্লেয়ার এখন চেন্নাইয়ের নজরে। তাঁকে আবার টার্গেট করে রেখেছে কলকাতা নাইট রাইডার্সও।

অবশ্যই পড়ুন: ১ লাখকে বানিয়েছে ৩১ লাখ, এই স্টকে বিনিয়োগ করলে মালামাল হতে পারেন!

হ্যাঁ, গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অবিক্রিত ভারতীয় ক্রিকেটার পৃথ্বী শ কে কলকাতার পাশাপাশি নজরে রেখেছে চেন্নাই সুপার কিংসও। কেননা সাম্প্রতিককালে ঘরোয়া ক্রিকেটে দুর্ধর্ষ ফর্মে রয়েছেন এই প্লেয়ার। তাছাড়াও ওপেনিং করার ক্ষেত্রেও পৃথ্বীর জুড়ি মেলা ভার। মূলত সে কারণেই প্রথম থেকেই নাকি এই স্বদেশীকে নজরে রেখেছিল শাহরুখ খানের দল। যদিও দুইদলের কেউই এই খেলোয়াড়কে কেনা নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি। তবে সূত্রের দাবি যদি সত্যি হয় সেক্ষেত্রে, গ্রিনের মতোই কম দামে ভারতীয় ওপেনারকে কিনতে দর কষাকষিতে নামবে CSK, KKR দুই দলই।

Leave a Comment