সৌভিক মুখার্জী, কলকাতা: মধ্যবিত্তদের সুখবর শুনিয়ে কিছুটা হলেও দরপতন হলো সোনার (Gold Price)। অন্যদিকে রুপো নিয়ে চরম দুঃসংবাদ। কারণ, দিনের পর দিন রেকর্ড উচ্চতা ছাড়াচ্ছে সাদা ধাতুর বাজার দর। ফলে বিনিয়োগকারীদের কপালে পড়ছে চিন্তার ভাঁজ। তবে কোন শহরে কততে বিক্রি হচ্ছে আজ সোনা, রুপো? জানতে হলে প্রতিবেদনটি পড়ুন। IBJA Rates-র রিপোর্ট অনুসারে—
22 ক্যারেট হলমার্ক সোনার দাম | Gold Price Today
➣ আজ কলকাতার বাজারে 22 ক্যারেট হলমার্ক সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 1,30,950 টাকায়, যা গতকালের থেকে 200 টাকা ঊর্ধ্বগতি।
➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে 22 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 1,26,500 টাকায়।
➣ আজ দিল্লি, লখনৌতে 22 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 1,26,650 টাকায়।
➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে 22 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 1,26,550 টাকায়।
আরও পড়ুন: শতাব্দী এক্সপ্রেস তুলে দিতে তৈরি হবে ১৫০০ বন্দে ভারত কোচ! বড় প্রস্তুতি নিচ্ছে রেল
24 ক্যারেট পাকা সোনার দাম
➣ আজ কলকাতার বাজারে 24 ক্যারেট পাকা সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 1,37,800 টাকায়, যা গতকালের থেকে 150 টাকা ঊর্ধ্বগতি।
➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরের 24 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 1,38,000 টাকায়।
➣ আজ দিল্লি, লখনৌতে 24 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 1,38,150 টাকায়।
➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরের 24 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 1,38,050 টাকায়।
18 ক্যারেট সোনার দাম
➣ আজ কলকাতার বাজারে 18 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 1,03,500 টাকায়।
➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা, পুনে ইত্যাদি শহরে 18 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 1,03,500 টাকায়।
➣ আজ দিল্লি, লখনৌয়ের মতো শহরে 18 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 1,03,650 টাকায়।
➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে 18 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 1,03,550 টাকায়।
আরও পড়ুন: ১৫০ টাকা করে জমিয়ে মিলবে ২৬ লাখ! সন্তানের ভবিষ্যতের চাবিকাঠি LIC-র এই পলিসি
আজ রুপোর বাজার দর | Silver Price Today |
➣ আজ কলকাতার বাজারে খুচরো রুপো বিক্রি হচ্ছে প্রতি কেজি 2,49,800 টাকায়, যা গতকালের থেকে 3900 টাকা ঊর্ধ্বগতি।
➣ আজ চেন্নাই, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে 2,72,000 টাকায়।
➣ আজ মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু, পুনে, আহমেদাবাদ ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে 2,52,000 টাকায়।.
বিঃদ্রঃ বিনিয়োগ করার আগে অবশ্যই বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে এবং বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নেবেন। আমরা শুধুমাত্র দাম নিয়ে আপডেট দিয়ে থাকি। কাউকে বিনিয়োগ করতে বাধ্য করি না
Gamebet3 is alright. Not the flashiest site, but it gets the job done. Decent odds, nothing too crazy. Worth a look if you’re shopping around. gamebet3