সৌভিক মুখার্জী, কলকাতা: ন্যাশনাল পেনশন সিস্টেমের আওতায় অন্তর্ভুক্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের (Central Government Employees) জন্য আসলো এবার বিরাট স্বস্তির খবর। গ্র্যাচুইটি নিয়ে দীর্ঘদিন ধরে থাকা বিভ্রান্তির অবসান ঘটাতে কেন্দ্র সরকার পেনশন এবং পেনশনভোগী কল্যাণ দফতর একটি নতুন নির্দেশিকা জারি করেছে। আর এই নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে যে, কোন পরিস্থিতিতে গ্র্যাচুইটির উপর সর্বোচ্চ সীমা লাগু হবে এবং কোন ক্ষেত্রে তা প্রযোজ্য হবে না। ফলত, এনপিএস কর্মী এবং অবসরপ্রাপ্তদের কাছে এখন বিষয়টি আরও পরিষ্কার ও স্বচ্ছ হল বলেই মনে করা হচ্ছে।
কী বলছে নতুন নির্দেশিকা?
CCS Amendment Rules, 2025 এর নতুন Rule 4A নতুন অনুযায়ী, যদি কোন কর্মচারী আগে কেন্দ্র সরকার এবং পাশাপাশি কোনও রাষ্ট্রায়ত্ত সংস্থা বা স্বশাসিত সংস্থায় কাজ করে থাকে এবং দুই জায়গা থেকেই আলাদা আলাদা গ্র্যাচুইটি পেয়ে থাকে, তাহলে মোট গ্র্যাচুইটির উপর একটি সর্বোচ্চ সীমা প্রযোজ্য হবে। আর এই সীমা নির্ধারণ করা হবে কর্মচারীর মোট চাকরির সময়কাল এবং শেষ বেতনের ভিত্তিতেই।
নতুন ওই নির্দেশিকায় বলা হয়েছে, যদি কোনও কর্মচারী অবসর গ্রহণের পর অথবা করুণাজনিত গ্র্যাচুইটি পাওয়ার পর আবার সরকারিতে চাকরিতে যোগদান করেন, তাহলে নতুন চাকরির জন্য আলাদা করে কোনও রকম গ্র্যাচুইটি পাওয়া যাবে না। অর্থাৎ, আগে পাওয়া গ্র্যাচুইটির পর নতুন করে গ্র্যাচুইটি পাওয়ার কোনও সুযোগ নেই।
এদিকে যে সমস্ত কর্মচারী সঠিক অনুমতি নিয়ে পিএসইউ বা স্বশাসিত সংস্থা থেকে কেন্দ্রীয় সরকারি চাকরিতে যোগদান করছে, তাদের ক্ষেত্রে ওই সংস্থা থেকে পাওয়া গ্র্যাচুইটি বহাল থাকবে এবং কেন্দ্রীয় সরকার থেকেও গ্র্যাচুইটি পাওয়া যাবে। কিন্তু শর্ত মানতে হবে একটাই। আর তা হল- দুই জায়গা মিলিয়ে মোট গ্র্যাচুইটি নির্ধারিত সীমার বেশি হতে পারবে না।
আরও পড়ুন: উন্নত ফিচার্স, অত্যাধুনিক লুক! মাত্র ৫.৫৯ লক্ষে লঞ্চ হল Tata Punch এর ফেসলিফ্ট ভার্সন
রাজ্য এবং কেন্দ্র দু’জায়গায় চাকরি করলে কী হবে?
এবার যদি কোনও কর্মচারী রাজ্য সরকারের আওতায় কাজ করে গ্র্যাচুইটি পান এবং পরে কেন্দ্রীয় সরকার থেকেও গ্র্যাচুইটি পান, তাহলে মোট গ্র্যাচুইটি হবে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের ধারাবাহিক চাকরির ভিত্তিতে নির্ধারিত সীমার মধ্যেই।
তবে হ্যাঁ, সবথেকে গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে প্রাক্তন সেনা কর্মীদের জন্য। কারণ, যারা আগে সামরিক বাহিনীতে কাজ করেছেন এবং পরে সিভিল সার্ভিসে যোগদান করেছেন, তাদের ক্ষেত্রে সামরিক পরিষেবার পর পাওয়া গ্র্যাচুইটি সিভিল সার্ভিসের গ্র্যাচুইটি কমাবে না। অর্থাৎ, সেনাবাহিনীতে কাজ করার কারণে সিভিল সার্ভিসের ক্ষেত্রে কোনও রকম ক্ষতি হবে না, এটাই সবথেকে স্বস্তির বিষয়।