হস্তমৈথুন করার ভিডিও পাঠাতেন মহিলাদের! ফাঁস বর্ধমানের তৃণমূল নেতার অপকীর্তি

Purba Bardhaman TMC leader Video Goes viral

বিক্রম ব্যানার্জী, কলকাতা: উলঙ্গ অবস্থায় হস্তমৈথুন করে তার ভিডিও রেকর্ড করতেন তিনি! তারপর তা পৌঁছে যেত বিভিন্ন মহিলার স্মার্টফোনে। এমনই অভিযোগ উঠেছে, পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের এক তৃণমূল নেতার বিরুদ্ধে।

জানা যাচ্ছে, ওই নেতা নাকি নিজে থেকেই জোর করে মহিলাদের ফোনে নিজের হস্তমৈথুনের ভিডিও পাঠাতেন। সম্প্রতি সেই সূত্র ধরেই সোশ্যাল মিডিয়ায় লিক হয়েছে একটি ভিডিও। যেখানে ওই নেতাকে উলঙ্গ অবস্থায় হস্তমৈথুন করতে দেখা গিয়েছে! বর্তমানে সেই ভিডিওই ঘোরাফেরা করছে নেতাকর্মীদের ফোনে ফোনে। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি India Hood।

লজ্জায় নাক কাটা গেল!

সংবাদ প্রতিদিনের রিপোর্ট অনুযায়ী, পূর্ব বর্ধমানের ওই তৃণমূল নেতা নাকি শাসক দলের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। খোঁজ নিয়ে জানা গেল, ওই তৃণমূল নেতা নিজের শরীরী সুখের ভিডিও করে তা মহিলাদের স্মার্ট ফোনে পাঠাতেন। এভাবেই মহিলাদের ফোন থেকে কোনও ভাবে ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় লিক হয়েছে বলেই ধারণা করা হচ্ছে।

এদিকে, ভিডিও ভাইরাল হওয়ায় লোকসমাজে মুখ দেখাতে পারছেন না ওই নেতা! লজ্জায় কার্যত মুখ লুকিয়েছেন তিনি! সূত্রের খবর, আয়ুশ গ্রামের পঞ্চায়েত উপপ্রধানের দায়িত্বে ছিলেন ওই তৃণমূল নেতা। যদিও পরবর্তীতে এক বিতর্ককে ঘটনাকে সামনে রেখে তাঁকে সাময়িকভাবে দল থেকে বহিষ্কার করা হয়। তবে জানা যাচ্ছে, পরবর্তীতে ফের কলকাঠি নেড়ে দলে ফিরে আসেন তিনি।

অবশ্যই পড়ুন: ইয়েমেন উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত ৬৮ শরণার্থী, নিখোঁজ ৭৪

অভিযুক্ত তৃণমূল নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেবে দল?

ভাইরাল ভিডিও প্রসঙ্গে তৃণমূলের রাজ্য এসসি এসটি সেলের চেয়ারম্যান দেবু টুডু স্পষ্ট জানিয়েছেন, বিষয়টি নিয়ে খোঁজ খবর চলছে। ঠিক কী ঘটেছিল জানার চেষ্টা করছি। তবে যদি কেউ অপরাধমূলক কিংবা আপত্তিকর কর্মকাণ্ড ঘটান, তাঁর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিবে দল। প্রয়োজনে ওই তৃণমূল নেতাকে বহিষ্কার করা হতে পারে বলেও ইঙ্গিত দেন দেবু বাবু।

Leave a Comment