ভারতে আনব্লক হয়েছে TikTok? বড় আপডেট দিল কেন্দ্র সরকার

TikTok

সৌভিক মুখার্জী, কলকাতা: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল যে, TikTok নাকি আবারো ভারতে চালু হয়েছে। অনেকেই দাবি করছিল যে, ওয়েবসাইটে ঢোকা যাচ্ছে বা মোবাইল অ্যাপ ব্যবহার করা যাচ্ছে। তবে লগইন করতে গিয়েই ব্যবহারকারীরা বিপাকে পড়ছে। ফলত এই খবর খুব দ্রুত ভাইরাল হয়।

তবে সবথেকে বড় ব্যাপার, কেন্দ্র সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে যে TikTok এখনো পর্যন্ত ভারতে আনব্লক হয়নি। সরকারের তরফ থেকে এ বিষয়ে কোনোরকম অনুমতিও দেওয়া হয়নি। ফলে এই সংক্রান্ত সমস্ত খবর ভুয়ো এবং মিথ্যাপ্রচার।

গালওয়ান সংঘর্ষের পর থেকেই নিষিদ্ধ TikTok

প্রসঙ্গত জানিয়ে রাখি, 2020 সালের জুন মাসে লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত এবং চীনের সেনাদের মধ্যে সংঘর্ষ ঘটেছিল। আর সেই ঘটনার পর জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে ভারত সরকার একাধিক চায়না অ্যাপ নিষিদ্ধ করে দিয়েছিল। এর মধ্যে TikTok, WeChat, Helo-এর মতো অ্যাপগুলি ছিল। আর সেই নিষেধাজ্ঞা এখনো পর্যন্ত বলবৎ রয়েছে।

কী এই TikTok?

উল্লেখ্য, TikTok হল একটি শর্ট ভিডিও প্ল্যাটফর্ম বা অ্যাপ। এখানে ব্যবহারকারীরা মোটামুটি 15 সেকেন্ড থেকে 3 মিনিটের ছোট ভিডিও বানিয়ে আপলোড করতে পারে। ড্যান্স, গান, কমেডি, লিপ সিঙ্ক বা অন্য যেকোনো ধরনের কনটেন্ট খুব সহজেই আপলোড করা যায় এখানে। পাশাপাশি ফিল্টার, ইফেক্ট আর মিউজিকের জন্য এই অ্যাপ খুব দ্রুত সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে ছড়িয়ে পড়েছিল। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে এই অ্যাপ ব্যবহারের হার ছিল সবথেকে বেশি।

ভারত ও চীনের সম্পর্কের নতুন অধ্যায়

তবে হ্যাঁ, গত পাঁচ বছরে পরিস্থিতি অনেকটাই গড়িয়েছে। দুই দেশের মধ্যে সম্পর্ক আবারো স্বাভাবিক হওয়ার চেষ্টা চলছে। ভারত ও চীনের মধ্যে ফ্লাইট ও ভিসা পরিষেবা খুব শীঘ্রই চালু হতে চলেছে বলে খবর। পাশাপাশি পর্যটক থেকে শুরু করে ব্যবসায়ী, সাংবাদিকসহ দুই দেশের মানুষের মধ্যে যাতায়াতে শিথিলতা আসতে পারে।

উল্লেখ্য, সম্প্রতি চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই ভারত সফরে এসেছিলেন। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 31 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত চীন সফরে যাবেন বলে খবর। আর সেখানে তিনি সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন সম্মেলনে অংশ নেবেন। পাশাপাশি এই সফরে চীনা আধিকারিকদের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি হওয়ারও সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ শিয়ালদা ডিভিশনে ফের ব্লক, প্রভাব পড়বে এক্সপ্রেস থেকে লোকাল ট্রেনে! বিজ্ঞপ্তি পূর্ব রেলের

তাই আবারও বলে দিই, সরকারের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে TikTok এখনো পর্যন্ত ভারতের নিষিদ্ধ। কোনোরকম আনব্লক বা নতুন নির্দেশ দেওয়া হয়নি। যদিও TikTok নিষিদ্ধ হওয়ার পর থেকে ভারতে ইনস্টাগ্রাম রিলস এবং ইউটিউব শর্টসের জনপ্রিয়তা অনেকটাই বেড়েছে, তা বলা যায়।

Leave a Comment