অপেক্ষার ইতি, এইদিন চালু হচ্ছে বাঁকুড়া-হাওড়া ডায়রেক্ট ট্রেন! জানিয়ে দিল রেল
বিক্রম ব্যানার্জী, কলকাতা: পুরুলিয়া থেকে হাওড়া, আগামী শনিবার অর্থাৎ রথযাত্রার পরের দিনই মসাগ্রাম হয়ে ইন্টারসিটি এক্সপ্রেসের যাত্রা (Bankura-Howrah Via Masagram Train) শুরু হচ্ছে। এ প্রসঙ্গে বৃহস্পতিবার বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ জানান, পুরুলিয়া-হাওড়া ভায়া মসাগ্রাম নতুন ইন্টারসিটি এক্সপ্রেসটির সূচনা হবে আগামী শনিবার। এদিন রেলমন্ত্রী ঐশ্বিনী বৈষ্ণবের হাতে উদ্বোধনের পরই হাওড়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে এক্সপ্রেসটি। উপকৃত … Read more