E-20 পেট্রোল ব্যবহার করেলেই নষ্ট হচ্ছে গাড়ির পার্টস, কমছে মাইলেজ

E-20 Fuel

সৌভিক মুখার্জী, কলকাতা: জ্বালানি আমদানি উপর নির্ভরতা কমাতে এবার ভারত সরকার ইথানল মিশ্রিত পেট্রোলের উপর জোর দিচ্ছে। সেই পরিকল্পনার সূত্র ধরে এবার E-20 পেট্রোল (E20 Fuel) অর্থাৎ 20% ইথানল এবং 80% পেট্রোলের মিশ্রণ দেশের সমস্ত পেট্রোল পাম্পেই পাওয়া যাবে। যদিও নতুন গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলি ইতিমধ্যে E-20 সাপোর্টেড মডেলের গাড়ি বাজারে আনলেও পুরনো গাড়ির মালিকদের মধ্যে উদ্বেগ দেখা যাচ্ছে।

কী বলছে সাম্প্রতিক রিপোর্ট?

সম্প্রতি Local Circles-এর এক রিপোর্ট অনুযায়ী, 2022 সালের বা তার আগের গাড়ির মালিকদের প্রায় 62% মানুষ দাবি করছে যে, তাদের গাড়ির মাইলেজ অনেকটাই কমে গিয়েছে। সমীক্ষায় অংশ নেওয়া 14,127 জনের মধ্যে মাত্র 12% মানুষ এই E-20 জ্বালানিকে সমর্থন করছে। পাশাপাশি 44% মানুষ সরাসরি না বলে দিচ্ছেন, আর 22% শর্তসাপেক্ষে সমর্থন করছে। আবার 22% মানুষ কোনোরকম মতই প্রকাশ করেনি।

এদিকে 22 হাজারের বেশি গাড়ি চালকদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে মাইলেজ কমার অভিজ্ঞতা নিয়ে। এর মধ্যে 11% মানুষ বলছে যে, 20% পর্যন্ত মাইলেজ কমে গিয়েছে, 22% মানুষ বলছে 15 থেকে 20% মাইলেজ কমে গিয়েছে, 11% মানুষ বলছে 10  থেকে 15% কমেছে, 14% মানুষ বলছে 5 থেকে 10% মাইলেজ কমেছে, 5% মানুষ বলছে 1 থেকে 2% মাইলেজ কমেছে। আবার ১১% মানুষ বলছে কোনোরকম প্রভাব পড়েনি এবং 22% মানুষ কোনো মন্তব্যই করেনি।

E-20 জ্বালানি নিয়ে সরকার কী বলছে?

সম্প্রতি পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস নিয়ন্ত্রক সংস্থা তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জানিয়েছে, E-20 এর শক্তি ঘনত্ব কম হওয়ার কারণে গাড়ির মাইলেজ সামান্য কমতে পারে। তবে নতুন মডেলগুলোর ক্ষেত্রে এটি 1 থেকে 2% এবং পুরনো মডেলগুলিতে 3 থেকে 6% পর্যন্ত মাইলেজ নেমে আসতে পারে।

তবে হ্যাঁ, E-20-তে চলতে না পারা কিছু পুরনো গাড়ির রাবার পার্টস, গ্যাসকেট দীর্ঘদিন ধরে ব্যবহারে ক্ষতিগ্রস্ত হতে পারে। আর সেগুলি সাধারণ সার্ভিসিং-এর জন্য সামান্য খরচও হতে পারে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, জানিয়ে রাখি, ইথানল একটি জৈব জ্বালানি, যা মূলত আখ, ভুট্টা প্রভৃতি কৃষিজাত পণ্যের ফার্মেন্টেশন থেকেই তৈরি হয়। আর এটিকে নবীকরণযোগ্য শক্তির উৎস হিসেবেই মনে করছে কেন্দ্র সরকার। 2023 সালে ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্যাঙ্গালুরুতে এই  E-20 গ্যাসের সূচনা করেছিল। সে সময় 11টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এই গ্যাস চালু হলেও এখন সারা দেশেই এটি পাওয়া যাবে।

আরও পড়ুনঃ 8000mAh ব্যাটারি, ক্যামেরা ও প্রসেসরে চমক! লঞ্চ হল মিড রেঞ্জের iQOO Z10 Turbo+

আপনার গাড়ি  E-20 সাপোর্ট করবে কিনা কীভাবে জানবেন?

এটি জানার জন্য কিছু টিপস রয়েছে। প্রথমে গাড়ির ফুয়েল ট্যাঙ্কে ‘E20 Compatible’ স্টিকার লেখা রয়েছে কিনা দেখুন। এরপর Owner’s Manual চেক করুন। সেখানে জ্বালানি সংক্রান্ত সমস্ত নির্দেশিকা দেওয়া থাকে। পাশাপাশি গাড়ির VIN নম্বর ব্যবহার করে কোম্পানির ওয়েবসাইট থেকে যাচাই করে নিন। এমনকি ডিলার বা কাস্টমার কেয়ার থেকেও নিশ্চিত হতে পারেন। সাধারণভাবে 2023 সালের এপ্রিল মাসের পরের মডেলগুলি E-20 ফুয়েলের জন্য উপযোগী হতে পারে।

Leave a Comment