IPL থেকে বাদ পড়তেই লুফে নিল পাকিস্তান, PSL খেলবেন মুস্তাফিজুর, কত টাকা পাবেন?

Mustafizur Rahman To Play in Pakistan super league

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে বাদ পড়েছেন মুস্তাফিজুর রহমান (Mustafizur Rahman)। সে কথা জানতে বাকি নেই কারও। তা নিয়ে পদ্মা দিয়ে জল বয়ে গিয়েছে অনেক। এই ঘটনার পরই ভারতে বিশ্বকাপ খেলতে দল পাঠানো হবে না বলেই জানিয়ে দিয়েছে, ওপার বাংলার ক্রিকেট বোর্ড। নালিশ গিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছেও। তবে এ সবের মধ্যেও স্বাভাবিক রয়েছেন মুস্তাফিজুর। প্রথমদিকে কিছুটা ভেঙে পড়লেও আপাতত স্বাভাবিক তিনি। কারণ IPL এ সুযোগ হাতছাড়া হলেও পাকিস্তান সুপার লিগের সরকারি ওয়েবসাইটে নাম উঠেছে তাঁর। সব ঠিক থাকলে, PSL এ দেখা যাবে তাঁকে।

IPL থেকে বাদ পড়তেই মুস্তাফিজুরকে লুফে নিয়েছে পাকিস্তান

ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশ পেতেই গত শনিবার তড়িঘড়ি বিবৃতি জারি করে বাংলাদেশের কাটার মাস্টারকে দল থেকে বিদায় দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তবে IPL থেকে বাদ পড়ার তিন দিনের মধ্যেই পাকিস্তান সুপার লিগে নাম লিখিয়ে ফেলেছেন মুস্তাফিজুর। ইতিমধ্যেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তারা সমাজ মাধ্যমে মুস্তাফিজুরের আগ্রহের কথা জানিয়েছেন। বাংলাদেশের বোলারের ছবি দিয়ে লেখা হয়েছে, “ব্যাটসম্যানদের সাবধানে খেলতে হবে। PSL 11 এ যোগ দিলেন মুস্তাফিজুর রহমান।”

অবশ্যই পড়ুন: দুটি মিলিয়ে একটি, SBI-র পর দেশে দ্বিতীয় বৃহত্তম ব্যাঙ্ক তৈরির পথে সরকার

বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যম তাদের প্রতিবেদনে দাবি করেছে, মুস্তাফিজুরকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে বাদ দেওয়ার পরই তাঁকে ভিড়িয়ে নেওয়া হয়েছে পাকিস্তান সুপার লিগে। শোনা যায়, IPL থেকে বাদ পড়ার খবর পেতেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তারা মুস্তাফিজুরকে PSL খেলার প্রস্তাব দেন। আলাপ আলোচনার পর শেষ পর্যন্ত তাতে রাজি হয়ে যান বাংলাদেশের ক্রিকেটার। বলে দিই, KKR-এ ৯.২০ কোটি টাকার অফার পেয়েছিলেন মুস্তাফিজুর। এখন প্রশ্ন এটাই উঠছে যে, PSL-এও কী এমন টাকার গদিতে খেলবেন তিনি? যদিও PSL-র নিলামের আগে কিছু বলা যাচ্ছে না। তবে বিশেষজ্ঞদের মতে, IPL-র থেকে অনেক কম টাকা PSL-এ পাবেন মুস্তাফিজুর রহমান।

অবশ্যই পড়ুন: পাল্টা জবাব, ভারতীয় সংস্থার স্পনসরশিপ হারালেন বাংলাদেশের ক্রিকেটাররা!

বলাই বাহুল্য, এই মুহূর্তে বাংলাদেশ প্রিমিয়ার লিগে রংপুর রাইডার্স দলে খেলছেন মুস্তাফিজুর রহমান। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে বাদ পড়ার পরের দিনই এই দলের হয়ে BPL এ একেবারে 5টি গুরুত্বপূর্ণ উইকেট তোলেন কাটার মাস্টার ফিজ। যা অবাক করেছিল ক্রিকেট মহলের অনেককেই। সব ঠিক থাকলে, আগামী 26 মার্চ থেকে শুরু হতে যাওয়া পাকিস্তান সুপার লিগেও নিজের দাপট দেখাবেন তিনি। বলে রাখি, এই প্রতিযোগিতা শেষ হবে 3 মে। তবে মুস্তাফিজুর PSL এ কোন দলে খেলবেন, নিলাম থেকে তাঁকে কোন দল কিনতে পারে তা জানা যাবে সময় হলেই।

1 thought on “IPL থেকে বাদ পড়তেই লুফে নিল পাকিস্তান, PSL খেলবেন মুস্তাফিজুর, কত টাকা পাবেন?”

Leave a Reply to taib29 Cancel reply