প্রীতি পোদ্দার, কলকাতা: বিদেশ ভ্রমণ করার অন্যতম চাবিকাঠি হল পাসপোর্ট। তবে শুধু বিদেশ ভ্রমণ নয়, বর্তমানে এই পাসপোর্টের প্রয়োজন হয় পরিচয়পত্র তৈরি করার কাজেও। তাই গুরুত্বপূর্ণ তথ্য হিসেবে পাসপোর্টের ভূমিকা অপরিসীম। তবে পাসপোর্ট পদ্ধতি অনেক জটিল ভেবে অনেকেই আবেদন করতে চান না। তার উপর পুলিশের ভেরিফিকেশন। দেখা যায় সব নথি দিয়ে পাসপোর্টের জন্য আবেদন করার পরও পুলিশ ভেরিফিকেশন দেরি হওয়ায় কাজ অর্ধেক থেকে যায়।
ইতিহাস গড়ল বিহার
আসলে পাসপোর্টের জন্য আবেদন করার পর রিজিওনাল পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট ভেরিফিকেশনের (Passport Verification) জন্য কমিশনারেটের অফিসের স্পেশাল ব্রাঞ্চে ফাইল আপলোড করার পর পুলিশ নিজেই যোগাযোগ করেন আবেদনকারীর সঙ্গে। এরপর পুলিশ আবেদনকারীর বিষয়ে সব তথ্য খতিয়ে দেখবেন। তারপর অনলাইনে সেটা আপলোড করে দেওয়া হয়। আর এই কাজ করতে অনেক রাজ্যে ৩ থেকে ৪ সপ্তাহ লেগে যায়। তবে এবার বিহার গড়ল অনন্য নজির।
পাসপোর্ট ভেরিফিকেশনে এগিয়ে এল বিহার!
জানা গিয়েছে, দেশের মধ্যে একমাত্র বিহার পুলিশ, সবচেয়ে কম সময়ে গ্রাহকদের পাসপোর্ট ভেরিফিকেশন করে থাকে। গত মঙ্গলবার বিদেশ মন্ত্রক (MEA) দ্বারা আয়োজিত পাসপোর্ট সেবা প্রকল্প সম্মেলনে পাসপোর্ট এবং সংশ্লিষ্ট যাচাইকরণ পরিষেবায় সেরা পারফর্মিং রাজ্য পুলিশের মধ্যে নয়া রেকর্ড গড়েছে বিহার পুলিশ।
পাসপোর্ট যাচাই পরিষেবায় উৎকর্ষতার জন্য জাতীয় স্বীকৃতি পেল বিহার পুলিশ। ইতিমধ্যে বিদেশ মন্ত্রকের তরফ থেকে স্বীকৃতির শংসাপত্রও প্রদান করা হয়েছে বিহার পুলিশকে। যা তাঁদের দক্ষতাকে সন্মানিত এবং প্রশংসা করার জন্য দেওয়া হয়েছে।
১২ দিনেই হয়ে যাবে পাসপোর্ট যাচাই!
আগে বিহার পুলিশ পাসপোর্ট পরিষেবাগুলির যাচাইকরণের ক্ষেত্রে দীর্ঘ সময় লাগত। অর্থাৎ পাসপোর্ট যাচাইকরণ প্রক্রিয়াটি বেশ সময়সাপেক্ষ ছিল। তবে, বিহার পুলিশ এই প্রক্রিয়াটিকে ক্রমেই আরও উন্নত করেছে। যার জেরে বর্তমানে বিহার পুলিশের পাসপোর্ট যাচাইকরণ করার ক্ষেত্রে মাত্র ১২ দিন সময় লাগবে।
এই প্রসঙ্গে এক সাংবাদিক সম্মেলনে, স্পেশাল ব্রাঞ্চের এডিজি সুনীল কুমার বলেন,পাঁচ লক্ষেরও কম পাসপোর্ট আবেদনকারী রাজ্যের বিভাগে বিহার প্রথম স্থান অর্জন করেছে। বর্তমানে, বিহার পুলিশ গড়ে ১২ দিনে পাসপোর্ট আবেদন যাচাই করছে। গত পাঁচ বছরে এই গড় ১৮ দিন ধরে ক্রমাগত হ্রাস পাচ্ছে।
আরও পড়ুন: হাইকোর্টের নির্দেশে খুলে গেল চাকরিহারার কপাল
পাসপোর্ট যাচাইয়ের জন্য ট্যাব প্রদান
এছাড়াও এদিন এডিজি সুনীল কুমার বলেন, “ শীঘ্রই বিহার পুলিশ তাদের এই নয়া রেকর্ড ভাঙবে এবং আরও কম সময়ের লক্ষ্যমাত্রাকে টার্গেট করবে।” তাই এই লক্ষ্যমাত্রা দ্রুত অর্জনের জন্য সমস্ত থানাকে ইতিমধ্যেই বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
এমনকি রাজ্যের ১১২৮টি থানাকে পাসপোর্ট যাচাইয়ের জন্য একটি বিশেষ ট্যাবও দেওয়া হয়েছে। উল্লেখ্য গত বছর বিহারে পাসপোর্ট তৈরির জন্য মোট ৪ লক্ষ ৩৮ হাজার ৯৯৪টি আবেদন জমা পড়েছিল। এর মধ্যে সিওয়ান জেলা থেকে এসেছে সর্বোচ্চ ৬৩ হাজার আবেদন।
palashsarkar
847119895684
Fkcps9414R
743252